শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

রিজভী আহমেদ হাসপাতাল থেকে হাওয়া!

পুলিশি পাহারায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা www.24banglanewspaper.comবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সবার অগোচরে হাসপাতাল ত্যাগ করেছেন। মঙ্গলবার গভীর রাতে কোন এক সময়ে তিনি সবার অগোচরে হাসপাতাল ত্যাগ করেন।বুধবার সকালে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র রিজভীর হাসপাতালে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।রিজভী কখন ও কিভাবে গেছেন এবং কাউকে বের হওয়ার সময় অবহিত করেছেন কিনা হাসপাতাল সূত্র এমন প্রশ্নের কোন উত্তর দেয়নি।শনিবার রাত ১২টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে ডিবি পুলিশ আটক  করে। এরপরে তার অসুস্থতার কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। ওই সময় পুলিশের পক্ষে রিজভী আহমেদ আটক নন বলেও দাবি করা হয়।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings