শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

কারাগারে বই আর পত্রিকা পড়ে সময় কাটছে লতিফ সিদ্দিকীর

www.24banglanewspaper.comঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৬ নম্বর ডিভিশন সেলে বই আর পত্রিকা পড়েই সময় কাটছে সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর। গতকাল বুধবার তার সঙ্গে একজন আইনজীবী ও বাসার কর্মচারী দেখা করেছেন। প্রায় আধঘণ্টা ধরে কথা বলেছেন তাদের সঙ্গে। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। তবে পরিবারের সদস্যরা দেখা করেননি তার সঙ্গে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, লতিফ সিদ্দিকী এমপি হিসেবে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা ভোগ করছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন। কারা সূত্র জানায়, গতকাল সকালে তাকে কারাগার থেকে সরবরাহ করা রুটি ও সবজি-ডাল দিয়ে নাস্তা করেন। দুপুরে বাসা থেকে খাবার পাঠানো হলেও তাকে কারাগারের খাবারই খেতে হয়েছে। গতকাল দুপুরে সাক্ষাতের সময় লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত কর্মচারী কারা কর্তৃপক্ষের কাছে দুপুরের খাবার, ফল, কাপড়ভর্তি একটি সুটকেস এবং অনেকগুলো বই সরবরাহ করেন। তবে কারা কর্তৃপক্ষ খাবার ছাড়া আর সব কিছুই লতিফ সিদ্দিকীর সেলে পাঠিয়ে দেন। রুই মাছ, ডাল, সবজি দিয়েই দুপুরের খাবার সেরেছেন তিনি। এর আগে সকালে ঘুম থেকে ওঠার পর কারা হাসপাতালের একজন চিকিত্সক সাবেক এ মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিত্সক জানান, লতিফ সিদ্দিকী সুস্থ আছেন। নিয়ম অনুযায়ী;কারাগারে প্রবেশের পরদিন সকালে বন্দীর চুল কাটার রেওয়াজ থাকলেও লতিফ সিদ্দিকী তাতে অসম্মতি জানান।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings