শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

আরও বেশি দেশের টেস্ট ক্রিকেট খেলা উচিত

সাবেক বাংলাদেশ অধিনায়ক ‘মিস্টার ফিফটি’ খ্যাত হাবিবুল বাশার বলেছেন, ‘আমি যদি অধিনায়ক থাকতাম, তাহলে বাংলাদেশ আরও ভালো করত।’ ক্রিকইনফোকে দেয়া বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারের সাক্ষাৎকারের অংশবিশেষ-প্রশ্ন : আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে একজন তরুণ ক্রিকেটারের জন্য কী অনুপ্রেরণা কাজ করত?উত্তর : আমার বেলায় তা সহজ ছিল না। আমার বাবা-মা কখনোই চাননি আমি ক্রিকেটার হই। তারা চেয়েছিলেন, আমি আগে লেখাপড়া শেষ করি। অনেকের কাছেই ক্রিকেট ছিল দ্বিতীয় পছন্দ। আমি খেলাটি ভালোবাসতাম। এটাই ছিল আমার প্রেরণা। আমার সৌভাগ্য যে, আমি যখন ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিই, বাংলাদেশ তখন টেস্ট স্ট্যাটাস পেয়েছে।প্রশ্ন : আপনার আদর্শ ব্যাটসম্যান ছিলেন কে?উত্তর : আমাদের সময় এত টিভি চ্যানেল ছিল না। আমরা খুব বেশি খেলা দেখার সুযোগ পেতাম না। আমার দেশের বাড়ি কুষ্টিয়ায় আমরা দূরদর্শন দেখতাম। আমার আইডল ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন।প্রশ্ন : ২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, আপনি প্রথম শ্রেণীর ম্যাচ খুব বেশি খেলেননি। কীভাবে সামাল দিয়েছিলেন?উত্তর : টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের জন্য সহজ ছিল না। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে আমি মাত্র দুই মৌসুম প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলাম। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট বদলে যায়। আমরা আধুনিক সুযোগ-সুবিধা পেতে শুরু করি। আমাদের সময়ে যেটা ছিল না।প্রশ্ন : টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা আরও বাড়ানো উচিত কি?উত্তর : আমি মনে করি, বাড়ানো উচিত। যারা টেস্ট খেলে এবং যারা খেলে না, তাদের মধ্যে বিশাল পার্থক্য। আমরা এই পার্থক্য কমিয়ে আনতে পারি তাদের সঙ্গে নিয়মিত খেলে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে আমাদের নিয়মিত খেলা উচিত। তা না হলে ভালো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হয়ে পড়বে। যত বেশি আপনি খেলবেন, আপনার উন্নতি হবে। সারা বিশ্বে ক্রিকেটের জন্য যা ভালো।প্রশ্ন : কী পরিবর্তন লক্ষ্য করেছেন একজন টেস্ট ক্রিকেটার, টেস্ট ব্যাটসম্যান হিসেবে এবং সব মিলিয়ে বাংলাদেশ দলে?উত্তর : বিশাল। টেস্ট ক্রিকেটারই আমার মূল পরিচয়। বাংলাদেশ দলে আমি পরিবর্তন দেখেছি। সুযোগ-সুবিধা বেড়েছে। নতুন ক্রিকেটাররা উঠে আসছে। গোটা দেশ ক্রিকেটপাগল। আমার সময়ে যদি ১০০ খেলোয়াড় ক্রিকেট খেলতে আসত, এখন আসে ১০০০(সংক্ষেপিত - See more at: www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings