নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিকে ২-১ গোলে হারিয়ে ভুটানের কিংস কাপের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের পক্ষে দুটি গোল করেন রনি ও ল্যান্ডিং।শনিবার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সেড্রিক অ্যাবা মানাং মার্সিয়াংদিকে এগিয়ে দেন। পরে খেলার ৮৪ মিনিটে প্রথম গোল করে শেখ জামালকে সমতায় ফেরান শাখাওয়াত হোসেন রনি। নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষের পর অতিরিক্ত সময়ের শুরুতে শেখ জামালকে এগিয়ে দেন ডারবো ল্যান্ডিং। www.24banglanewspaper.com
কিংস কাপের ফাইনালে শেখ জামাল
নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিকে ২-১ গোলে হারিয়ে ভুটানের কিংস কাপের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের পক্ষে দুটি গোল করেন রনি ও ল্যান্ডিং।শনিবার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সেড্রিক অ্যাবা মানাং মার্সিয়াংদিকে এগিয়ে দেন। পরে খেলার ৮৪ মিনিটে প্রথম গোল করে শেখ জামালকে সমতায় ফেরান শাখাওয়াত হোসেন রনি। নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষের পর অতিরিক্ত সময়ের শুরুতে শেখ জামালকে এগিয়ে দেন ডারবো ল্যান্ডিং। www.24banglanewspaper.com