www.24banglanewspaper.com
সম্প্রতি অভিনেতা নাঈম ও অভিনেত্রী অহনা মালয়েশিয়াতে একটি নাটকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। শ্যামল শিশিরের রচনায় ও মাইদুল রাকিবের পরিচালিত ‘লাভবক্স’ নামে ওই নাটকে অহনাকে একটি ফুলের দোকানের কর্মী চরিত্রে দেখা যাবে। অহনা প্রতিদিন একটি গিফট বক্স উপহার পান। কিন্তু কে দেয় এই উপহার তা তিনি জানেন না। হঠাৎ পরিচয় হয় নাঈমের সঙ্গে। দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধত্বের সম্পর্ক। একপর্যায়ে নাঈম তাকে ভালোবাসার প্রস্তাব দেন। রাজি হন না অহনা। কারণ ওই গিফটি যে তাকে প্রতিদিন পাঠায় তিনি তাকে না দেখেই ভলোবেসে ফেলেছেন। কে পাঠায় এই গিফট বক্স, আর নাঈম কি ভালোবাসা পাবে না তা দেখতে হলে চোখ রাখুন টিভির পর্দায়।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘নাটকটির গল্প ভিন্ন। দেশের বাইরে শুটিং করতে ভালো লেগেছে। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন।’ অহনা বলেন, ‘নাটকটির কাজ করে মজা পেয়েছি।’
সম্প্রতি অভিনেতা নাঈম ও অভিনেত্রী অহনা মালয়েশিয়াতে একটি নাটকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। শ্যামল শিশিরের রচনায় ও মাইদুল রাকিবের পরিচালিত ‘লাভবক্স’ নামে ওই নাটকে অহনাকে একটি ফুলের দোকানের কর্মী চরিত্রে দেখা যাবে। অহনা প্রতিদিন একটি গিফট বক্স উপহার পান। কিন্তু কে দেয় এই উপহার তা তিনি জানেন না। হঠাৎ পরিচয় হয় নাঈমের সঙ্গে। দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধত্বের সম্পর্ক। একপর্যায়ে নাঈম তাকে ভালোবাসার প্রস্তাব দেন। রাজি হন না অহনা। কারণ ওই গিফটি যে তাকে প্রতিদিন পাঠায় তিনি তাকে না দেখেই ভলোবেসে ফেলেছেন। কে পাঠায় এই গিফট বক্স, আর নাঈম কি ভালোবাসা পাবে না তা দেখতে হলে চোখ রাখুন টিভির পর্দায়।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘নাটকটির গল্প ভিন্ন। দেশের বাইরে শুটিং করতে ভালো লেগেছে। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন।’ অহনা বলেন, ‘নাটকটির কাজ করে মজা পেয়েছি।’