শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

24bangla paper

পৃথিবীর দ্বিতীয় ধনী অভিনেতা শাহরুখ

নাম এবং যশ সবেতেই তিনি বাদশা। না, শুধু দেশের মাটিতেই নয়, সারা পৃথিবীর বাদশা বললেও খুব একটা ভুল হবে না। অন্তত বুধবারের পর থেকে তো চোখ-কান বুজে এই কথাটি বলাই যায়! ওয়েলথ এক্স (পৃথিবীর সেরা আলট্রা হাই নেট ওয়র্থ ইন্টেলিজেন্স ফার্ম) একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে রয়েছে হলিউড এবং বলিউডের সব থেকে ধনী ১০ জনের নামের তালিকা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে শাহরুখ খানের।
ভারতের আর কোনো অভিনেতা এই তালিকায় জায়গা করতে পারেননি। এই রিপোর্ট অনুযায়ী কিং খানের সম্পত্তির মূল্য বর্তমানে ৬০০ লাখ  মার্কিন ডলারের কাছাকাছি! মধ্যবিত্ত জীবনের নানা অভাব এবং পারিবারিক বহু সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন শাহরুখ খান। শুধু অভিনেতা হিসেবেই নয় প্রযোজক এবং আইপিএল টিমের মালিক হিসেবেও যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তিনি। এই তালিকায় তাঁর নাম আদতে বাদশার মুকুটে আরও একটি পালক যোগ করল।
এই তালিকার শীর্ষে আছেন কমেডিয়ান জেরি সেইনফেল্ড। তাঁর সম্পত্তির মূল্য আনুমানিক ৮২০ লক্ষ মার্কিন ডলার। শাহরুখের পরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪৮০ লাখ মার্কিন ডলার। চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছেন জনি ডেপ এবং টাইলার পেরি। দুজনেরই সম্পত্তির আনুমানিক মূল্য ৪৫০ লাখ মার্কিন ডলার। অষ্টম স্থানে রয়েছেন অভিনেতা টম হ্যাঙ্কস। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯০ লাখ মার্কিন ডলার।
সূত্র : এই সময় - See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2014/05/22/87309#sthash.XdPEBqP0.dpuf
নাম এবং যশ সবেতেই তিনি বাদশা। না, শুধু দেশের মাটিতেই নয়, সারা পৃথিবীর বাদশা বললেও খুব একটা ভুল হবে না। অন্তত বুধবারের পর থেকে তো চোখ-কান বুজে এই কথাটি বলাই যায়! ওয়েলথ এক্স (পৃথিবীর সেরা আলট্রা হাই নেট ওয়র্থ ইন্টেলিজেন্স ফার্ম) একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে রয়েছে হলিউড এবং বলিউডের সব থেকে ধনী ১০ জনের নামের তালিকা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে শাহরুখ খানের।
ভারতের আর কোনো অভিনেতা এই তালিকায় জায়গা করতে পারেননি। এই রিপোর্ট অনুযায়ী কিং খানের সম্পত্তির মূল্য বর্তমানে ৬০০ লাখ  মার্কিন ডলারের কাছাকাছি! মধ্যবিত্ত জীবনের নানা অভাব এবং পারিবারিক বহু সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন শাহরুখ খান। শুধু অভিনেতা হিসেবেই নয় প্রযোজক এবং আইপিএল টিমের মালিক হিসেবেও যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তিনি। এই তালিকায় তাঁর নাম আদতে বাদশার মুকুটে আরও একটি পালক যোগ করল।
এই তালিকার শীর্ষে আছেন কমেডিয়ান জেরি সেইনফেল্ড। তাঁর সম্পত্তির মূল্য আনুমানিক ৮২০ লক্ষ মার্কিন ডলার। শাহরুখের পরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪৮০ লাখ মার্কিন ডলার। চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছেন জনি ডেপ এবং টাইলার পেরি। দুজনেরই সম্পত্তির আনুমানিক মূল্য ৪৫০ লাখ মার্কিন ডলার। অষ্টম স্থানে রয়েছেন অভিনেতা টম হ্যাঙ্কস। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯০ লাখ মার্কিন ডলার।
সূত্র : এই সময় - See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2014/05/22/87309#sthash.XdPEBqP0.dpuf

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings