শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

24

সালমানের বোনের বিয়ে বলে কথা

সালমানের বোনের বিয়ে বলে কথা
মুম্বাই: সাম্প্রতিক সময়ে বলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়েটি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই৷ সালমান খানের ছোট বোন অর্পিতার বিয়ে বলে কথা! উঠতি মডেল তথা অভিনেতা আয়ুষ শর্মা-র সঙ্গে বিয়ে হবে অর্পিতার৷ বিয়ে হবে হায়দরাবাদের ফলকনামা প্যালেসে৷ বিয়েটা যাতে এক্কেবারে লোকজনের চোখ ধাঁধিয়ে দিতে পারে সে জন্য খানদের তরফ থেকে কোনও ত্রুটি রাখা হচ্ছে না৷ খানদানের ছোট মেয়ের বিয়ে বলে কথা!
স্বাভাবিক যে প্রশ্নটা সকলের মনে ঘুরছে তা হল, বিয়ের অনুষ্ঠানটা হবে কবে? ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে চলতি মাসে, ১৪ নভেম্বর অনুষ্ঠান সম্পন্ন হবে৷ এক্কেবারে রূপকথার মতো করে বিয়ের অনুষ্ঠানটা প্ল্যান করছেন খানরা৷ বিয়ের আসর যেখানে বসছে সেই বাড়িটাই তো বনেদিয়ানার স্তম্ভ৷
আরও একটা ব্যাপার কিন্তু আছে বিয়েটার মধ্যে৷ সে ব্যাপারটাও আগে জানতে পারা যায়নি৷ সম্প্রতি জানা গিয়েছে পরিবারের ঘনিষ্ঠদের সূত্রে৷ জানা যাচ্ছে, বিয়ের দিনটি এই পরিবারের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন৷ কারণ এই দিনেই ঠিক ৫০ বছর আগে বিয়ে হয়েছিল সালমান খানের বাবা আর মা অর্থাৎ সেলিম আর সালমা খানের৷ বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী আর ছোট বোনের বিয়েটা এক ব্র্যাকেটে নিয়ে এসে উৎসবটাকে আরও রঙচঙে করতে চাইছেন সালমানরা৷ তবে একটা ব্যাপার আছে৷ 'নিকাহ'- পর্বটায় কিন্তু খুব সীমিত সংখ্যক মানুষই যোগদান করতে পারবেন৷ কারণ, ওই দিন মুম্বাই এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাই কিছু বন্ধুবান্ধব আর আত্মীয়দেরই আমন্ত্রণ জানিয়েছেন খান-রা৷ অনুষ্ঠানের দিন কয়েক আগে একটি চার্টার্ড প্লেন নামার জন্য খান পরিবারের তরফ থেকে বিমানবন্দরের কাছে অনুমতি চাওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে, এই বিমানেই উড়িয়ে আনা হবে অতিথিদের৷
যেখানে বিয়ের আসর বসছে, সেই বাড়িটা দেশের অন্যতম খরচসাপেক্ষ এক বিয়েবাড়ি৷ এই প্রকাণ্ড প্রাসাদটি একসময়ে থাকতেন হায়দরাবদের নিজাম রাজপরিবারের লোকেরা৷ অতি সাম্প্রতিক সময়েই এই বাড়ি হোটেলে রূপান্তরিত হয়েছে৷ দেশের অন্যতম 'ল্যাভিস' হোটেলের মধ্যে এর স্থান হয়েছে৷ মূল হায়দরাবাদ থেকে ২ হাজার ফুট উপরে এর অবস্থান৷ ফলকনামা কথাটার অর্থ 'আকাশের আয়না'৷ প্রাসাদের সিঁড়ি মার্বেল বাঁধাই, রয়েছে ফোয়ারা, দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে নানা আর্ট সামগ্রী৷ প্রকান্ড এক খানা-পিনার ঘরও আছে৷
এখানেই শেষ নয়৷ হোটেলের ঘরভাড়া শুরু হয় ২৭ হাজার টাকা থেকে৷ আর গ্র্যান্ড স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার টাকা৷ (এই ভাড়ার মধ্যে কিন্ত্ত বিনোদন কর ধরা হয়নি)৷ হোটেলের বিভিন্ন ঘরগুলো ১৫ আর ১৬ নভেম্বরের জন্য ভাড়া নেয়া হয়েছে৷ ভিভিআইপিদের রিসেপসনের জন্য আলাদা ব্যবস্থা রাখছে হোটেল কর্তৃপক্ষ৷ ঘর ভাড়া থেকেই অনুমান করা যেতে পারে যে বিয়েতে কয়েকশো কোটি টাকা খরচা হতে চলেছে৷ ইনভিটেশন কার্ডটি তো গোল্ড-প্লেটেড৷ সোনা দিয়ে ফুলের ডিজাইন করা হয়েছে!
খানদের ঘনিষ্ঠদের নিয়ে হায়দরাবাদে মূল বিয়ের আসর বসছে৷ কিন্তু বাদবাকি অনুষ্ঠান, আমন্ত্রণ, পার্টি সবই হবে মুম্বইতে৷ গোয়াতেও আলাদা একটা পার্টি রাখা হয়েছে৷ পরিবারের একজনের থেকে জানা গিয়েছে, খুব শীঘ্রই হায়দরাবাদে গিয়ে ব্যবস্থা কেমন হয়েছে দেখে আসবেন সোহেল খান৷ আর হায়দরাবাদে কেন? কারণ, সালমান খান ওই শহরে কেমন জনপ্রিয় তা না দেখলে বিশ্বাস করা যাবে না৷ আর পুরনো এই শহরটার প্রতি সল্লমিঞার নিজেরও দুর্বলতা খুব৷
- See more at: http://www.deshebideshe.com/news/details/42287#sthash.wPtRlExn.dpuf

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings