নয়াদিল্লি, ০৫ অক্টোবর- মানুষের শখ-আহ্লাদের যেনো কোনও শেষ নেই! অনেকটা
বুড়ো বয়সে ভীমরতির মতো এক ঘটনা! এটা ঠিক ভীমরতিও নয়, বরং এক আজব রেকর্ড!
সবচেয়ে বেশি বয়সে বাবা হওয়ার রেকর্ড গড়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের
হরিয়ানা রাজ্যের এক কৃষক!
পৃথিবীর সবচেয়ে বয়স্ক বাবা হওয়ার রেকর্ড গড়লেন ৯৬ বছর বয়সী ভারতের হারিয়ানা রাজ্যের বাসিন্দা, কৃষক রামাজিত রাঘব। হরিয়ানা প্রদেশের খারখোদা গ্রামে তার বাস। সম্প্রতি ৯৬ বছর বয়সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রামাজিত রাঘব।
তবে এর আগেই রামাজিত রাঘব পৃথিবীর সবচাইতে বয়স্ক বাবার খাতায় নাম লেখান। ২০১০ সালে ৯২ বছর বয়সে তিনি আরেকটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন!
www.24banglapaper.blogger.com
পৃথিবীর সবচেয়ে বয়স্ক বাবা হওয়ার রেকর্ড গড়লেন ৯৬ বছর বয়সী ভারতের হারিয়ানা রাজ্যের বাসিন্দা, কৃষক রামাজিত রাঘব। হরিয়ানা প্রদেশের খারখোদা গ্রামে তার বাস। সম্প্রতি ৯৬ বছর বয়সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রামাজিত রাঘব।
তবে এর আগেই রামাজিত রাঘব পৃথিবীর সবচাইতে বয়স্ক বাবার খাতায় নাম লেখান। ২০১০ সালে ৯২ বছর বয়সে তিনি আরেকটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন!
www.24banglapaper.blogger.com