শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

পাহাড়ের পাদদেশে ইত্যাদির পথচলা


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার পাহাড়ের পাদদেশে। অনুষ্ঠানটির আগামী পর্ব ধারণ করা হয়েছে পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়িতে। দেশের অন্যান্য দুর্গম প্রত্যন্ত অঞ্চলের তুলনায় খাগড়াছড়ি একেবারেই ভিন্ন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই খাগড়াছড়ি। গহিন অরণ্য, গিরি ও গিরিখাত, সমভূমি ও অসংখ্য জীববৈচিত্র্যের লীলাভূমি, নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি হাতছানি দেয় পর্যটকদের। খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে চারিদিকে পাহাড়বেষ্টিত চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। গত ১৯ জানুয়ারি খাগড়াছড়ির চারিদিকে পাহাড় ঘেরা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’। অনুষ্ঠানের নির্মাণকারী সংস্থা ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এতদিন দর্শকরা দেখেছেন পাহাড়ের দিনের সৌন্দর্য এবার দেখবেন রাতের সৌন্দর্য। ইত্যাদির ধারণ উপলক্ষে পাহাড় কন্যা খাগড়াছড়িতে ছিল উৎসবের আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশপাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে ইত্যাদি ধারণ উপভোগ করেন। দীর্ঘ সময়ে দর্শকরা শৈত্যপ্রবাহ উপেক্ষা করে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব আইটেম। দর্শকদের পর্ব শেষ হলে ধারণ চলে রাত ১২টা পর্যন্ত। ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ৩০ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। বরাবরের মতো এবারের ইত্যাদিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings