শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

24 bangla paper জামাকাপড় লাগবেনা আমাকে টাকা দাও: ঐশী

ঢাকা : ঐশীকে ঈদুল আজহা উপলক্ষে নতুন জামাকাপড় দিতে চাইলেও ঐশী সেটা প্রত্যাখ্যান করে পরিবারের কাছে টাকা চেয়েছে।
জেলখানায় উন্নত খাবারের জন্য এ টাকা চেয়েছে সে। সোমবার এসব কথা জানান ঐশীর চাচা মশিউর রহমান।
পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) রাজনৈতিক শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি তাদের মেয়ে ঐশী। বাবা-মা হত্যার অভিযোগে বর্তমানে সে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের মহিলা সেলে আটক রয়েছে।
www.24banglapaper.blogger.com

মশিউর রহমান বলেন, গত সপ্তাহে তার সঙ্গে দেখা করতে গেলে সে ঈদে কাপড় নিতে রাজি হয়নি। সে বলে, যেহেতু জেলের ভেতরই আছি, তাই এবার আর কাপড় দিতে হবে না। তাছাড়া আগের ঈদের কাপড়গুলো এখনো নতুন রয়েছে। পরে ঐশীর কথা মতো ঈদের দিন ভালো খাবারের ব্যবস্থার জন্য প্রিজন ক্যান্টিনে কিছু টাকা জমা দেই।
তিনি জানান, ঈদের সকালে কারা কর্তৃপক্ষ তাকে সেমাই ও মুড়ি, দুপুরে খিচুড়ি ও মাছ দেবে। রাতের মেন্যুতে থাকবে গরুর মাংস, পোলাও এবং মিষ্টি। আর অতিরিক্ত টাকা পরিশোধের কারণে ঐশী ক্যান্টিন থেকে পছন্দমতো খাবার খেতে পারবে।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings