শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ২ মার্চ, ২০১৫

অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

ব্লগার অভিজিৎ রায় হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী শফিউর রহমানকে যাত্রাবাড়ী থেকে আটক করেছে র‌্যাব। সোমবার তাকে আটক করা হয়।প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।এরপর আনসার বাংলা সেভেন নামের এক টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছে, ব্লগার অভিজিৎ রায়কে তার ইসলাম বিরোধী অপরাধের জন্য হত্যা করা হয়েছে।পুলিশ বলছে, এই ঘটনার পেছনে আনসার বাংলা সেভেন নামে জঙ্গি ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে এ মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। - See more at:-www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings