শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

হেসে খেলে জিতল টাইগাররা

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমেও হেসে খেলে জিতেছে বাংলাদেশ। স্কটিশদেরকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বাহিনী। ৪৮.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাকিব আল হাসান ৫২ এবং  সাব্বির ৪২ রান করে অপারাজিত থাকেন। তামিম ইকবাল ৯৫, মুশফিকুর রহিম ৬০, মাহমুদুল্লাহ ৬২ এবং সৌম্য ২ রান করে আউট হন। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে স্কটল্যান্ড। কাইল কোয়েটজারের শতকে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে স্কটিশরা।১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শত রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪৩ রানে ৩ উইকেট লাভ করেছেন।এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যাথা পেয়েছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়। তাকে নেলসনের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। স্কটশিদের ব্যাটিং ইনিংসের ৩১ তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন এনামুল।কাঁধে ব্যথা পাওয়ার পর ফিল্ডিং করতে পারেননি এনামুল হক বিজয়। তার বদলি হিসেবে ফিল্ডিং করেছেন মুমিনুল হক। ব্যাটিংয়ে তার পরিবর্তে ইনিংস ওপেন করতে নামেন সৌম্য সরকার। - See more at:-www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings