শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

সুমাইয়া শিমু ও অপূর্ব জুটিবদ্ধ

দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরলেন সুমাইয়া শিমু। এবার জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন। নতুন ধারাবাহিক ‘লেক ড্রাইভ লেন’-এর মাধ্যমে এ দুই তারকা জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। নাটকটি রচনা করেছেন মেজবাহ্ উদ্দিন সুমন এবং নির্দেশনা দিয়েছেন নজরুল ইসলাম রাজু। নতুন এ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া সিমু বলেন, ‘এই সময়ে এসে আমি নাটকে অভিনয়ের ক্ষেত্রে বিশেষ করে ধারাবাহিক নাটকে একটু চুজি হওয়ার চেষ্টা করছি। এ নাটকের গল্প অনেক ভালো লেগেছে। তাই কাজটি করছি। অপূর্বর সঙ্গে এর আগেও অনেক ধারাবাহিক এবং একক নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি নতুন এ ধারাবাহিক নাটকটি দর্শকের ভালো লাগবে।’ অপূর্ব বলেন, ‘অভিনেত্রী হিসেবে সুমাইয়া শিমুর দর্শকপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যে কোনো চরিত্রে শিমুর সাবলীল অভিনয় দর্শককে মুগ্ধ করে। কোআর্টিস্ট হিসেবে শিমু ভীষণ সহযোগিতা পরায়ণ। নতুন নাটকে আমাদের দুজনকে দর্শক নতুনভাবে দেখবেন।’ ১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি ২ ফেব্র“য়ারি থেকে এনটিভিতে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। - See more at:-www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings