ভারতের পর্নো
কার্টুন চরিত্র 'সবিতা ভাবি' এবার বলিউডের বড় পর্দায় পা রাখতে যাচ্ছে।
অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত ছবিটির নাম 'হান্টার'।
ছবিটিতে বাসু নামের একজন পুরুষের বিক্রিত যৌন মানসিকতার বিভিন্ন দিক তুলে
ধরা হয়েছে।
ছবিটির একটি
ট্রেলার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন গুলশন
দেয়াইয়া। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, এই ছবিটির মাধ্যমে ভারতে জনপ্রিয়
পর্নো কার্টুন চরিত্র 'সবিতা ভাবি'র অবশেষে বলিউডে অভিষেক হল।
ছবিটিতে
গুলশন দেবাইয়াকে বসু নামের একজন কামুক যুবকের চরিত্রে অভিনয় করেছেন।
অসংখ্য নারীর সাথে সম্পর্কে জড়াতে চেষ্টা করতে দেখা যাবে তাকে, যিনি কিনা
'একাকীত্বে ভোগা নারীদের মনের কথা' খুব সহজেই বুঝে নিতে পারেন। সূত্র: ওয়ান
ইন্ডিয়া
www.24banglanewspaper.com