বেগম করিনা নিরাপত্তার জন্য দুইজন দেহরক্ষী
নিয়োগ দিয়েছেন। না এটা কোন সিনেমার চরিত্রের দেহরক্ষী নয়। খোদ অনিরাপত্তায়
ভোগা কারিনা-সাইফ দম্পতি নিজেদের নিরাপদ রাখতে দেহরক্ষী নিয়োগ দিয়েছেন।
পাশাপাশি বান্দ্রার বাড়ির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, ২০১২ সালে কাপুর থেকে বেগম হয়ে ওঠার আগে বিশ্ব
হিন্দু পরিষদ প্রাণনাশের হুমকি দিয়েছিল কারিনা-সাইফ দম্পতিকে। আর গত মাসে
বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দুর্গাবাহিনী ‘লাভ জিহাদ’র বিরোধিতা করতে
করিনার স্টারডামকে কাজে লাগিয়েছে। ‘হিমালয় ধ্বনি’ নামক ম্যাগাজিনের লভ
জিহাদ’-এর বিরুদ্ধতা করতে কারিনা কাপুর খানের একটি সুপার ইম্পোসড প্রকাশ
করা হয়েছে। ছবিটিতে করিনার মুখের অর্ধেকটা হিজাবে ঢাকা ও অর্ধেকটা সিঁথিতে
লাল সিঁদুর পরিহিতা হিন্দু রমনীর মতো। কারিনা আর সাইফ এর আগে বহুবার
জানিয়েছেন তারা ‘লভ জিহাদ’ এ একেবারেই বিশ্বাস করেন না। কিন্তু তা সত্ত্বেও
বার বার টার্গেট করা হচ্ছে তাদের। তাহলে আবার হুমকির কবলে পড়লেন এই তারকা
দম্পতি। তা না হলে নিরাপত্তা কড়াকড়ি করার এত কারণ কী।