শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

এক ফ্রেমে সজল ও মম

ফের এক নাটকে অভিনয় করেছেন সজল ও মম। নুজহাত আলভী আহমেদের রচনায় ও পরিচালনায় নাটকের নাম ‘বোঝে না সে বোঝে না’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘নাটকটির গল্প এককথায় অসাধারণ। ভালো গল্প না হলে এখন চলচ্চিত্রের বাইরে অন্যকিছু নিয়ে চিন্তা করছি না আমি। গল্প ভালো হওয়ার কারণেই এ নাটকে অভিনয় করেছি। এ ধরনের গল্প হলে মাঝে মধ্যে কাজ করতে আপত্তি নেই। নাটকে সজল দূর্দান্ত পারফর্মেন্স করেছে। আমাদের দুজনেরই অভিনয় দর্শকদের ভালো বলে আমার বিশ্বাস।’ সজল বলেন, ‘মম নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। সূক্ষ্ম বিষয়গুলো খুব সহজেই তিনি ধরতে পারেন। এ নাটকেও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’ নাটকটি আগামী ঈদুল ফিতরে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings