শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ৫ মার্চ, ২০১৬

আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) উম্মু’ল মু’মিনীন ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত,-হাদিস-৩৪৩,৩৪৪

৩৪৩। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) উম্মু’ল মু’মিনীন ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহ তা’আলা মুকীম অবস্থায় ও সফরে দুই রাক’আত করে সালাত ফরয করেছিলেন। পরে সফরে সালাত পূর্বের মত রাখা হল আর মুকীম অবস্থায় সালাত বৃদ্ধি করা হল। http://24qurannews.blogspot.com

৩৪৪। মূসা ইবনু ইসমাঈল (রহঃ) উম্মে ;আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঋতুবতী এবং পর্দানশীন মহিলাদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তাঁরা মুসলমানদের জামা’আত ও দু’আয় শরীক হতে পারে। অবশ্য ঋতুবতী মহিলারা সালাত - এর স্থান থেকে দূরে থাকবে। এক মহিলা বললেনঃ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ! আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেনঃ তাঁর সাথীর উচিত তাঁকে নিজের ওড়না থেকে পরিয়ে দেওয়া। আবদুল্লাহ ইবনু রাজা (রহঃ) সুত্রে উম্মে ‘আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরুপ বলতে শুনেছি।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings