পারলে তো ফাইনালেই খেলি
প্রায় ৩০ মিনিটের ম্যারাথন সংবাদ সম্মেলন। এর মধ্যে কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথা বলেছেন পাঁচ মিনিট। বাকি সময় অধিনায়ক মাশরাফি মুর্তজা। মাশরাফি জানালেন, বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের চুম্বক অংশ তুলে ধরা হল প্রশ্ন : চার বছর পর বিশ্বকাপ...।মাশরাফি : চার বছর আগের কথা বলে লাভ নেই। এখন নতুন বিশ্বকাপ খেলতে যাচ্ছি। শুরুটা ভালো করতে চাই। আগেরটা নিয়ে কোনো চিন্তা নেই।প্রশ্ন : বিশ্বকাপে লক্ষ্য?মাশরাফি : আশার শেষ নেই। পারলে তো শেষ পর্যন্ত (ফাইনালে) যেতে চাই। আমরা চেষ্টা করব দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। এটাও অনেক কঠিন। আমাদের শুরুটা ভালো করতে হবে। তাহলে সবাই একটা প্লাটফর্ম পাবে। এরপর থেকে বড় ম্যাচগুলো আসবে। আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরুটা বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্ন : নিজেদের সামর্থ্য...।মাশরাফি : দলের সামর্থ্য খুবই ভালো। এ ধরনের টুর্নামেন্টে মানসিক শক্তির ভীষণ প্রয়োজন হয়। স্কিলের দিক থেকে আমরা পিছিয়ে নেই। দু’একটা জায়গায় বেশি ভুল করি। সেগুলো ঠিক করার চেষ্টা করছি। আসলে এ পর্যায়ে যে সবচেয়ে বেশি চাপ নিতে পারবে, সে তত বেশি উপকারী হবে। আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে উন্নতি করতে। আমাদের সামর্থ্য আছে দ্বিতীয় রাউন্ডে খেলার। ভালো খেললে তা সম্ভব।প্রশ্ন : সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব বেশি নয় কি?মাশরাফি : সিনিয়র ক্রিকেটারদের অনেক দায়িত্ব। সিনিয়র ক্রিকেটারদের মাঠে ও মাঠের বাইরে দুই জায়গায় কাজ থাকে। যদি কোনো দলকে ভালো ফলাফল পেতে হয়, তাহলে তরুণ ক্রিকেটারদের ভালো করতে হয়। আমাদের যারা আছে তারা খুবই ভালো। আন্তর্জাতিক অভিজ্ঞতা কম থাকলেও তারা যেখানে খেলেছে ভালো ক্রিকেট খেলেছে বলে এই জায়গায় এসেছে। আমার বিশ্বাস, ওরা বিশ্বকাপে ভালো করবে।প্রশ্ন : শ্রীলংকা বা ইংল্যান্ডকে হারনোর জন্য আলাদা লক্ষ্য?মাশরাফি : জয়ের জন্যে আমরা নির্দিষ্ট কোনো দলের দিকে তাকিয়ে নেই। নির্দিষ্ট কোনো দলকে লক্ষ্য করলে ওই দলটির ওপর চাপ থাকবে। আমাদের গ্র“পে যারা আছে, তাদের প্রত্যেককেই আমরা বিভিন্ন সময়ে হারিয়েছি। এমন না যে আমাদের কন্ডিশনে জিতেছি। ওদের কন্ডিশনেও আমরা জিতেছি। ইংল্যান্ডকে ওদের মাটিতে, অস্ট্রেলিয়াকে কার্ডিফে হারিয়েছি। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে সব দলকেই হারাতে পারব।প্রশ্ন : অধিনায়কত্ব কি বাড়তি চাপ?মাশরাফি : বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া সব সময় কঠিন। ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারলে অধিনায়কত্ব করা কঠিন হয়ে যায়। আমি শেষ পাঁচটি ম্যাচ অধিনায়কত্ব করেছি এবং জিতেছি। কিন্তু এখনও ওই জায়গাটা তৈরি হয়নি। অবশ্যই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো না হলে খারাপ লাগবে।প্রশ্ন : দলে কোথায় কোথায় উন্নতি হয়েছে?মাশরাফি : প্রত্যেকটা জায়গায় উন্নতি করছি। আলাদা কোনো জায়গা নেই যে, ওখানে উন্নতি করতে হবে। যদি বড় দলের সঙ্গে জিততে হয় তাহলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- প্রত্যেকটি জায়গায় ভালো করতে হবে। ভালোর তো শেষ নেই। প্রত্যেক জায়গায় ভালো করতে হবে।প্রশ্ন : ব্যক্তিগত কোনো লক্ষ্য?মাশরাফি : অধিনায়ক হলে ব্যক্তিগত লক্ষ্য কমে যায়। তবুও একটা জিনিস যে নিজের জায়গায় পারফর্ম করে যাওয়া। এটাই গুরুত্বপূর্ণ। আমার একমাত্র লক্ষ্য, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ভালো করা এবং প্রত্যেক ম্যাচে অবদান রাখা। আর অধিনায়ক হিসেবে কোন পর্যন্ত গেলে সবাই খুশি হবে, সেটা কঠিন ব্যাপার। আমরা ও দর্শকরা যে পর্যন্ত গেলে খুশি হবো, সেই পর্যন্ত যাওয়াই আমাদের লক্ষ্য।প্রশ্ন : দলের মূল খেলোয়াড় কে?মাশরাফি : আমার কাছে ১৫ জনই মূল খেলোয়াড়। কারও নাম আলাদা করে বলার প্রয়োজন নেই।প্রশ্ন : টিম কম্বিনেশন নিয়ে এখন কোনো পরিকল্পনা?মাশরাফি : আমরা যখন ম্যাচটা খেলব; তার আগের দিন উইকেট, মাঠ, কন্ডিশন- সব দেখব। এরপর পরিকল্পনা হবে। কোচ, টিম ম্যানেজমেন্ট এবং সিনিয়র- আমরা যারা আছি, তাদের সঙ্গে আলোচনা করে দল নির্বাচন করা হবে।প্রশ্ন : আপনার দৃষ্টিতে বিশ্বকাপের মঞ্চে কারা ভালো খেলতে পারে?মাশরাফি : ব্যাটিংয়ের কথা বললে বলব মুশফিক আছে। তার সামর্থ্য আছে। সাকিবের বোলিংয়ের কথা অবশ্যই বলতে হয়। আমার বিশ্বাস, পৃথিবীর যে কোনো উইকেটেই সাকিব ভালো বল করতে পারে। এছাড়া রিয়াদ (মাহমুদউল্লাহ) ফর্মে আছে। কেউ সেরা দশে আসবে, এটা তার ব্যক্তিগত লক্ষ্য হতে পারে।প্রশ্ন : সাকিব-তামিম-মুশফিক দেশের সেরা, কিন্তু বিশ্বক্রিকেটে সেরা নয়...।মাশরাফি : ওরা তিনজন সব সময় পারফর্ম করে আসছে বাংলাদেশের ক্রিকেটের জন্য- যত দিন ধরে খেলছে। শুরু থেকেই ভালো খেলছে ওরা। আর একটু খারাপ-ভালোর মধ্য দিয়েই প্রত্যেকটা মানুষ যায়। সারা দুনিয়া তাদের যেভাবে চেনে, এখানে যদি আরও ভালো কিছু করতে পারে, তবে ফোকাসটা আরও বেশি পাবে। ওদের কাছে আমি এতটুকুই আশা করি, দলের যতটুকু দরকার, দিনশেষে অতটুকুই বেশি গুরুত্বপূর্ণ।www.24banglanewspaper.com