শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

বিএনপি নেত্রীর সমাবেশে জনস্রোত দেখে সরকার ভয় পাচ্ছে


বিএনপিকে কোথায়ও সমাবেশ করতে দেয়া হবে না আওয়ামী লীগের এমন হুমকির জবাবে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সম্মিলিত প্রতিহতের মাধ্যমে আওয়ামী লীগকেও কোথাও সমাবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, সত্য হলো- সাম্প্রতিক সময়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভাগুলোতে জনস্রোত দেখে সরকার ভয় পেয়েছে। আর সে কারণেই ক্ষমতায় টিকে থাকতে জুলুম-নির্যাতন শুরু করেছে। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটকে দেশের কোথায়ও সমাবেশ করতে দেয়া হবে না- আওয়ামী লীগের এমন মন্তব্যের প্রতিবাদ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২০ দলীয় জোট সোমবার সারাদেশে হরতাল ঘোষণার পর সরকার টালমাটাল হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, নেতাকর্মীদের আটক করছে। সরকার জানেনা, নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।এসময় সর্বস্তরের জনগণকে ২০ দলীয় জোটের সোমবারের হরতাল সফল করাতে আহ্বান জানান তিনি।বিএনপির এই নেতা বলেন, সরকারের জনভীত্তি নেই। এ কারণে বিএনপি ও ২০ দলীয় জোটের জনসভাগুলোতে জনস্রোত দেখে তারা ভয় পেয়ে গেছে। এজন্য তারা বিএনপি নেত্রী বা ২০ দলের জনসভা গুলোতে বাধা দিচ্ছে। তিনি পাল্টা হুমকি দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে সম্মিলিত প্রতিহতের মাধ্যমে সরকারকেও কোন সমাবেশ করতে দেয়া হবে না।এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী আহমেদ। তিনি তাদের সকলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings