শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

জিহাদের বাবাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ


পাইপের ভেতর পড়ে যাওয়া জিহাদের বাবা নাসির বকুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রায় ৫ ঘন্টা থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে তাকে শনিবার সকাল ৮টায় ছেড়ে দেয়া হয়। শুক্রবার রাত ৩টার দিকে তাকে শাজাহানপুর থানায় নিয়ে যায় পুলিশ। এরপর শিশু জিহাদের অবস্থন ও পাইপের ভেতর তার অস্তিত্ব নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে শাহজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই শ্যামল চন্দ্র জানান।শুক্রবার রাত পৌনে ৩টার দিকে পাইপের ভেতর ক্যামেরা পাঠিয়ে কোনো মানুষের আস্তিত্ব না পাওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাকে ‘গুজব’ বলে মন্তব্য করেন। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য জিহাদের বাবাকে থানায় নিয়ে আসে পুলিশ।জিহাদের বাবা নাসির বকুল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দারোয়ানের চাকরি করেন।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings