শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

দানবের মতো দেশ চালাচ্ছে সরকার : মির্জা ফখরুল


বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দানবের মতো দেশ চালাচ্ছে সরকার। গণতন্ত্রের সব পথই অবরুদ্ধ। তিনি বলেন, বিচার বহির্ভূত প্রতিটি গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে জনগণের কাছে জবাব দিতে হবে।রোববার জাতীয় প্রেসক্লাবে সিঙ্গাপুর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা চিরস্থায়ী করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।মন্ত্রী-এমপিদের দাম্ভিকতা দেখে মনে হচ্ছে তারা এদেশের রাজা। দেশ তাদের পৈত্রিক সম্পত্তি। তাদের আচরণে প্রমাণিত হচ্ছে গত ৫ জানুয়ারি নির্বাচন একতরফা করতেই তখন বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছিল।মির্জা ফখরুল বলেন, গুম ও খুন মানবতাবিরোধী অপরাধ আর সে হিসেবে এ সরকারও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত।যারা গুম ও খুনের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।গত ৫ জানুয়ারি (বিতর্কিত) নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩১০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম করা হয়েছে বলে তিনি দাবি করেন।সভায় বর্তমান সরকারের সময়ে গুম ও খুন হওয়া ২২টি পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয় সিঙ্গাপুর বিএনপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিঙ্গাপুর বিএনপি সভাপতি আবদুল কাদের। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings