প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এ লক্ষ্যে প্রতিটি
গ্রামে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার হচ্ছে। দেশের সকল নাগরিকের
জন্য মানসম্মত আবাসন এবং আগামি প্রজন্মের বাসযোগ্য নগর ও গ্রাম গড়ে তোলাই
আমাদের অঙ্গীকার।
রোববার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।শেখ
হাসিনা বলেন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে সুপরিকল্পিত গৃহায়ন
এবং নগরায়নের পাশাপাশি সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গৃহায়ন ও
গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে।তিনি
বলেন, আইন লংঘন করে আবাসিক এলাকায় হাসপাতাল নির্মাণ করা হয়েছে। যা স্থানীয়
জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি হাসপাতালের
বর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে। আবাসিক এলাকায় কোন হাসপাতাল ও স্কুল
নির্মাণের অনুমতি দেয়া হবে না।এ সময়
রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বহুতল ভবন নির্মাণ নিয়ন্ত্রণ করতে
সংশ্লিষ্টদের আহবান জানান তিনি। www.24banglanewspaper.com