শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

বড়দিনের ছুটিতে মেসি-রোনাল্ডো


বড়দিন উদযাপনের পাশাপশি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে নিজ নিজ দেশে ছুটে গেছেন সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ফেসবুকে ভক্ত-সমর্থকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন দু’জনই। নিজের জন্মশহর আর্জেন্টিনার রোজারিওতে পুরো পরিবারের সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছেন মেসি। ওদিকে পর্তুগালের মাদেইরা দ্বীপে ছেলে ও বান্ধবীর সঙ্গে ছুটির দিনগুলো চুটিয়ে উপভোগ করছেন রোনাল্ডো। কিন্তু ফুটবল থেকে দূরে থাকলেও ব্যালন ডি’অর বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। তাদের হয়ে চায়ের কাপে ঝড় তোলার মশলা জোগান দিচ্ছেন অন্যরা! এ বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসি ও ম্যানুয়েল নুয়ারের চেয়ে রোনাল্ডোকে এগিয়ে রাখছেন অনেকেই। কিন্তু সেই দলে নেই জাভি। রোনাল্ডোকে সেরা তিনেই রাখতে নারাজ বার্সেলোনা অধিনায়ক! জাভির সেরা তার ক্লাব সতীর্থ মেসি। দ্বিতীয় সেরা বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লাম। জাভির চোখে ২০১৪ সালের তৃতীয় সেরা ফুটবলার বার্সেলোনার আরেক আর্জেন্টাইন তারকা জাভিয়ের মাসচেরানো। রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড চারটি শিরোপা জয়ের এমন স্বর্ণখচিত বছরেও সেরা তিনে জায়গা পাওয়ার যোগ্য নন রোনাল্ডো! পর্তুগিজ সুপারস্টারকে উপেক্ষা করার কারণ অবশ্য ব্যাখ্যা করেছেন জাভি। বিশ্বকাপের বছরে ক্লাবের হয়ে রাশি রাশি গোল ও মুঠোমুঠো রেকর্ডের কোনো মূল্য নেই তার কাছে। ব্রাজিল বিশ্বকাপে গ্র“পপর্ব থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল। জাভির চোখে এটাই রোনাল্ডোর সবচেয়ে বড় অযোগ্যতা, ‘বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি সে। বিশ্বকাপের বছরে সাফল্যের মানদণ্ড হওয়া উচিত বিশ্বকাপ। আমি এক নম্বরে রাখব মেসিকে। এরপর থাকবে ফিলিপ লাম ও জাভিয়ের মাসচেরানো।’ জাভির সঙ্গে মোটেও একমত নন ফিলিপ লুইজ। চেলসির ব্রাজিলীয় ডিফেন্ডারের চোখে এ বছর ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য দাবিদার রোনাল্ডো। লুইজের কথায়, ‘আমার দেখা অন্যতম প্রতিভাবান খেলোয়াড় মেসি। কিন্তু আমার মনে হয় না, ব্যালন ডি’অর জেতার মতো মৌসুম কাটিয়েছে সে। আমার চোখে এটা রাজনৈতিক পুরস্কার। তারপরও এটা রোনাল্ডোরই প্রাপ্য। এ বছর তার চেয়ে যোগ্য কোনো দাবিদার নেই।’বুধবার মাদ্রিদে রিয়ালের বড়দিনের পার্টতে একই কথা বলেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ছুটি কাটাতে দেশে চলে যাওয়ায় এ পার্টিতে ছিলেন না রোনাল্ডো। অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও সহ-অধিনায়ক সার্গিও রামোসকে পাশে নিয়ে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন কোচ কার্লো আন্সেলোত্তি। এক ভিডিওবার্তায় বার্সেলোনা তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদের। মেসি, নেইমার, সুয়ারেজরা ছুটিতে যাওয়ার আগেই ধারণকরা হয়েছিল মজার ভিডিওটি। পরশু ক্লাবের ইউটিডব চ্যানেলে সেটি প্রকাশ করেছে বার্সা। যেখানে সান্তা ক্লজ সেজে গানে-গানে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মেসিরা। ওয়েবসাইটwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings