শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

সৌম্য-নাসিরে জয় আবাহনীর


মিরপুরে প্রাইম দোলেশ্বরের মেহেদি মারুফ ও রনি তালুকদার, ফতুল্লায় মোহামেডানের আরিফুল হক- ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে বুধবার একই দিনে সেঞ্চুরি পেয়েছেন এ তিন ব্যাটসম্যান। সেঞ্চুরি না পেয়েও এদিন আলো ছড়িয়েছেন প্রাইম ব্যাংকের সৌম্য সরকার (৮১) ও আবাহনীর নাসির হোসেন (৮২*)। সৌম্যর ইনিংসে ৮৪ রানে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। নাসির হোসেনের ঝড়ো ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে তিন উইকেটে জিতেছে আবাহনী। শিরোপার লড়াইয়ে এ দু’দলের লড়াই আরও জমে উঠেছে। মেহেদি মারুফ ও রনি তালুকদারের সেঞ্চুরিতে ৯ উইকেটে জয় পেয়ে প্রাইম দোলেশ্বরও রয়েছে আবাহনী-প্রাইম ব্যাংকের ঠিক পেছনে। তবে সুপারলীগের প্রথম ম্যাচ হেরে শিরোপার লড়াইয়ের আশা আরও ক্ষীণ হয়ে গেল রূপগঞ্জ, মোহামেডান ও কলাবাগান সিএ’র ঢাকা লীগে এ মৌসুমে দু’বার মুখোমুখিতে দু’বারই হেরেছে মোহামেডান। কাল ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে জিয়াউর রহমান ও শুভাশীষের বোলিংয়ে মাত্র ৩৮ রানে চার উইকেট হারায় মোহামেডান। পঞ্চম উইকেটে নাঈম ইসলাম আরিফুল হক খাদ থেকে টেনে তোলেন। নাঈম ইসলাম হাফ সেঞ্চুরি (৫১) করে রানআউট হলেও সেঞ্চুরি করেছেন আরিফুল হক (১০৯)। আরিফুলের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছয়ের মার। শেষদিকে মাশরাফির ২৭ বলে ৩৮ রানে ২৪০ করে মোহামেডান। শুভাশীষ রায় ৫৬ রানে চার উইকেট নেন। তবে ২৪১ রান তাড়া করতে নেমেও হেরে যেতে বসেছিল আবাহনী। জয়ের জন্য শেষ ওভারে আবাহনীর দরকার ছিল সাত রান। ৫০তম ওভারের প্রথম বলেই আউট হন জিয়াউর রহমান। তবে কক্ষচ্যুত হতে দেননি নাসির। দুই বল থাকতেই জয় পেয়ে যায় আবাহনী। নাসির পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে ৬৯ বলে ৮২ রান করেন। এছাড়া হাফ সেঞ্চুরি করেন ফরহাদ হোসেন (৫৯)। মাশরাফি ৪২ রানে নেন তিন উইকেট।বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি তামিম ইকবাল। মামলা থাকায় রুবেল হোসেনও খেলেননি কাল। তবে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগডসে সই করা সাকিব আল হাসান দলকে জয় এনে দিতে পারেননি। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা সৌম্য সরকারের অলরাউন্ড পারফরম্যান্সে প্রাইম ব্যাংক ৮৪ রানের বড় জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে সৌম্যর (৮১), মাহমুদউল্লাহর (৫২) ও থিলিনা কাদম্বির (৭১) হাফ সেঞ্চুরিতে ৩০৪ করে প্রাইম ব্যাংক। জবাবে আবুল হাসান ৭২ রান করলেও ৪৩ ওভারে ২২০ রানে অলআউট হয় রূপগঞ্জ। সাকিব করেন ৩১ রান। ফরহাদ রেজা তিনটি ও সৌম্য দুটি উইকেট নেন।মিরপুরে রনি তালুদকদার ও মেহেদি মারুফের জোড়া সেঞ্চুরিতে কলাবাগন সিএকে ম্যাচেই ফিরতে দেয়নি প্রাইম দোলেশ্বর। তবে আলোয় ছিলেন কলাবাগান সিএ’র সাব্বির রহমান। ৫৩ বলে পাঁচটি চার ও চারটি ছয়ে ৭৫ করেন সাব্বির। ৭০ রান করেন নাফিস ইকবাল।চারটি উইকেট নেন দেলোয়ার হোসেন। ২৬৫ তাড়া করতে নেমে ৪৪.১ ওভারে এক উইকেটে জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর। মেহেদি মারুফ ১১৩ বলে সাতটি চার ও পাঁচটি ছয়ে করেন ১০৬ রান। ১৩২ বলে ১৪ চার ও চারটি ছয়ে ১৩২ রানে অপরাজিত ছিলেন রনি তালুকদার।সংক্ষিপ্ত স্কোরআবাহনী ও মোহামেডানমোহামেডান ২৪০/৭, ৫০ ওভারে (নাঈম ইসলাম ৫১, আরিফুল হক ১০৯, মাশরাফি মুর্তজা ৩৮। শুভাশীষ রায় ৪/৫৬, জিয়াউর রহমান ১/৩২)। আবাহনী ২৪১/৭, ৪৯.৪ ওভারে (আবদুল মাজিদ ২৭, ফরহাদ হোসেন ৫৯, রকিবুল হাসান ২৯, নাসির হোসেন ৮২*। সাজেদুল ইসলাম ১/৩৬, মাশরাফি মুর্তজা ৩/৪২)।ফল : আবাহনী ৩ উইকেটে জয়ী।কলাবাগান ক্রিকেট একাডেমি ও প্রাইম দোলেশ্বরকলাবাগান সিএ ২৬২/৯, ৫০ ওভারে (নাফিস ইকবাল ৭০, সাব্বির রহমান ৭৫, মেহেদি হাসান ৩০। শফিউল ইসলাম ২/৫৫, দেলোয়ার হোসেন ৪/৪১)। প্রাইম দোলেশ্বর ২৬৪/১, ৪৪.১ ওভারে (মেহেদি মারুফ ১০৬, রনি তালুকদার ১৩২*, মুমিনুল হক ১৭*। মেহেদি হাসান ১/৪২)। ফল : প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে জয়ী।লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকপ্রাইম ব্যাংক ৩০৪/৭, ৫০ ওভারে (সৌম্য সরকার ৮১, সৈকত আলী ৪২, মাহমুদউল্লাহ রিয়াদ ৫২, থিলিনা কাদম্বি ৭১। শরিফউল্লাহ ২/৫৫, আজহার জায়েদি ২/৪৭)। রূপগঞ্জ ২২০/১০, ৪৩ ওভারে (আবুল হাসান ৭২, আজহার জায়েদি ৪১, সাকিব আল হাসান ৩১। শুভাগত হোম ২/৫৩, ফরহাদ রেজা ৩/৪৬, সৌম্য সরকার ২/৩০)। ফল : প্রাইম ব্যাংক ৮৪ রানে জয়ী। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings