শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪

বই খুলে পরীক্ষা

এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুল লতিফ মাস্টার বাংলানিউজকে জানান, কিছু অসৎ শিক্ষক অর্থের বিনিময়ে ছাত্র-ছাত্রীদের নকলের জন্য অবৈধ সুবিধা দিয়েছেন। একথা সত্য। তবে বিষয়টি টের পাওয়ার পর অনেক পরীক্ষার্থীর কাছ থেকে মূল নোট ও গাইট বইসহ অন্য নকল কেড়ে নিয়েছেন তিনি।

সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব বাংলানিউজকে জানান, পরীক্ষা কেন্দ্রে নকল কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। নকল দিয়ে পরীক্ষা দিলে সেটি তো আর পরীক্ষা হলো না।

আগামী দিনে যেন এমন না হয় সে লক্ষ্যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, তিনি নতুন যোগদান করেছেন। যে কারণে হয়তো এখানকার পরিবেশ বা নকলের বিষয়টি তার জানা নেই। তবে পরবর্তী পরীক্ষাগুলোতে তিনি অবশ্যই নকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/327615.html#sthash.rRVkr8at.dpuf
বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের প্রত্যক্ষ সহায়তায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিতে দেখা গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের!

শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

কেন্দ্র ঘুরে জানা যায়, শুক্রবার সাধারণ বিজ্ঞান বিষয়ে উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের প্রত্যক্ষ সহযোগিতা ও মদদে কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীরা প্রকাশ্যে মূল নোট ও গাইট বইসহ অন্য নকল খাতা সামনে রেখে পরীক্ষা দিয়ে যাচ্ছে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/327615.html#sthash.rRVkr8at.dpuf

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings