শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

পাত্র চূড়ান্ত, খুব শীঘ্রই বিয়ে করছেন বিন্দু

http://downloads.ziddu.com/download/24080130/64766b830abe2c35abcf27694a794403.jpg.html
http://24banglapaper.blogspot.com/

ঢাকা, ০৪ জুলাই- চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী বিন্দু। ইতোমধ্যে তার পরিবার থেকে পাত্র পছন্দ করে ফেলেছে। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলেই সুখবরটা সবাইকে জানিয়ে দেবেন বিন্দু। তবে হবু বর সম্পর্কে আপাতত বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি।

এ প্রসঙ্গে বিন্দু জানান, বিয়ে একটি পবিত্র বিষয়। তাই এ নিয়ে কোনো ধরনের লুকোচুরি করতে চান না। ইতোমধ্যে তিনি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। জানা গেছে, বিয়ের প্রস্তুতির কারণেই বিন্দু ইদানীং নাটক-টেলিছবিতে খুব একটা অভিনয় করছেন না।

এর আগে প্রতি ঈদেই তার ৩০-৪০টি নাটক প্রচার হয়েছে। কিন্তু এবারের ঈদের জন্য হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন মাত্র। বাকিটা সময় পরিবারকে দিচ্ছেন।

বিয়ের পর নিয়মিত অভিনয় করবেন কিনা, এ বিষয়ে বিন্দু জানান, সাংসারিক জীবনে পদার্পণের পর স্বাভাবিক জীবনযাপন করবেন তিনি। শুটিংয়ের চাপ সামলে ভালোভাবে সংসার করা সম্ভব নয়। তাই নাটক-টেলিছবিকে কিছুটা এড়িয়ে চলবেন। তবে মানসম্পন্ন দু-একটি নাটকে মাঝেমধ্যে অভিনয় করবেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্রে আর তার অভিনয়ের কোনো ইচ্ছে নেই।

বিন্দুর পুরো নাম আফসানা আর বিন্দু। ২০০৬ সালে লাক্সতারকা'খ্যাতি অর্জন করেন তিনি। 'দারুচিনি দ্বীপ' ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া অঙ্গনে পা রাখেন। এরপর অসংখ্য নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করে শীর্ষ অভিনেত্রীদের কাতারে নিজেকে দাঁড় করিয়েছেন।
http://downloads.ziddu.com/download/24080130/64766b830abe2c35abcf27694a794403.jpg.html

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings