সাকিবকে নিয়েই যত আশা হাথুরুর
ম্যাচগুলোতে
সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল হতাশার। তারপরও কোচ চন্ডিকা
হাথুরুসিংহে ভরসা পাচ্ছেন সাকিবেই। কোচের আশা, বিশ্বকাপে বিশ্বসেরা
অলরাউন্ডার যেন দলের কাণ্ডারির ভূমিকা নেন। ক্যানবেরায় পৌঁছানোর তৃতীয়
দিনে কাল অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বুধবার আফগানিস্তানের
বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমি আশা করছি
সাকিব ভালো পারফর্ম করবে। সে আমাদের সামনে থেকে নেতৃত্ব দেবে।’ ওডিআইতে
বাংলাদেশের সেরা রান সংগ্রাহক সাকিব। আর মাত্র ২৩ রান করলে তিনি চার হাজার
রানের মাইলফলক স্পর্শ করবেন। বল হাতে ১৪১ ম্যাচে নিয়েছেন ১৮২ উইকেট।
বর্তমানে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিন ফরম্যাটের সেরা
অলরাউন্ডার রেকর্ডে তিনিই প্রথম ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি ২০
টুর্নামেন্ট বিগ ব্যাশে দারুণ খেলেছেন সাকিব। সেখানকার কন্ডিশন সম্পর্কে
সম্যক ধারণা আছে তার।
হাথুরুসিংহে
বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে তার খেলা আপনারা দেখেছেন। সে বিস্ফোরক
ব্যাটসম্যান এবং চতুর বোলার।’ তরুণদের নিয়ে কোচ বলেন, ‘আমাদের দলে কিছু
বিশ্বমানের খেলোয়াড় আছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছে। তরুণ যারা আছে,
তারা বড় মঞ্চে কেমন করে সেটা দেখার অপেক্ষায় আছি।’ যে কোনো মূল্যে জয় দিয়ে
শুরুটা করতে চান কোচ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ সবার জন্য গুরুত্বপূর্ণ।
প্রতিপক্ষ যেই হোক না কেন, আমাদের প্রথম ম্যাচ জিততে হবে।’ চারটি প্রস্তুতি
ম্যাচের সবক’টিতেই হার। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে
হারার পর পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ায় অনুশীলন ভালো হয়েছে বলে মনে করছেন হাথুরুসিংহে, ‘প্রস্তুতি
নিয়ে আমি খুশি। প্রস্তুতি ম্যাচ খেলার সুবাদে আমরা যে অনুশীলন করেছি, যে
সুযোগ-সুবিধা পেয়েছি, সেগুলো ভালো হয়েছে। এ পর্যন্ত যা কিছু আমরা পেয়েছি,
তাতে আমি খুশি।’ টিম কম্বিনেশন সম্পর্কে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ হেরে
যাওয়া ভালো নয়। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা কয়েকজন খেলোয়াড়কে এই
কন্ডিশনে খেলার সুযোগ দিয়েছি। কম্বিনেশন কী হবে তা আমরা জানি।’গত
বছর এশিয়া কাপে ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। কিন্তু
ওই হারের চাপ নিয়ে ভাবছেন না কোচ। তিনি বলেন, ‘বিশ্বকাপে চাপ থাকে। বিশেষ
করে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দলই জানে, তাদের নিয়ে সবার কী
প্রত্যাশা। একটু চাপ অনুভব করছি। তবে আশা করি আমরা ভালো করব।’বাংলাদেশ
দলের ব্যাটিং লাইন-আপ লম্বা। বোলিং নিয়েও ভরসা রয়েছে কোচের। হাথুরুসিংহে
বলেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ। জেতাটা গুরুত্বপূর্ণ। আমরা ভালো করার ওপর
জোর দিচ্ছি। যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে লড়াই করতে পারব।’ - See
more at:- www.24banglanewspaper.com