শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বরেকর্ড বিশ্বকাপে

শনিবার উদ্বোধনী দিনেই অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি আর স্টিভেন ফিনের হ্যাটট্রিক দেখেছে বিশ্বকাপ। কাল দেখল বিশ্বরেকর্ড! বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ডের পাতা এলোমেলো করে দারুণ এক কীর্তি গড়লেন ডেভিড মিলার ও জেপি ডুমিনি। হ্যামিল্টনের সিডন পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার দুই মারকুটে ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে তাদের রেকর্ডভাঙা ২৫৬ রানের অবিচ্ছিন্ন যুগলবন্দিতেই চার উইকেটে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেট জুটিতে বিশ্বরেকর্ডের পাশাপাশি সব মিলিয়ে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। মিলার ও ডুমিনির হার না মানা সেঞ্চুরিতে আরও কিছু রেকর্ড হয়েছে হ্যামিল্টনে। পঞ্চম উইকেট জুটিতে এর আগে সর্বোচ্চ রান ছিল ২২৬। ২০১৩ সালের সেপ্টেম্বরে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিচ্ছিন্ন জুটিতে এই রান তুলেছিলেন ইংল্যান্ডের ইয়ন মরগ্যান ও রবি বোপারা। কাল ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন মিলার ও ডুমিনি। ৮৩ রানে চার উইকেট হারিয়ে বসা দক্ষিণ আফ্রিকাকে খাদের কিনার থেকে টেনে তোলেন তারাই। ২৯.৪ ওভার স্থায়ী জুটিতে ৮.৬২ গড়ে রান তুলে জিম্বাবুয়ের অঘটনের স্বপ্ন বিবর্ণ করে দেন মিলার ও ডুমিনি। বিশ্বকাপ অভিষেকে মাত্র ৯২ বলে সাত চার ও নয় ছক্কায় ক্যারিয়ারসেরা ১৩৮* রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মিলার। ডুমিনিও অপরাজিত থাকেন ১১৫ রানে। নয় চার ও তিন ছক্কায় সাজানো তার ১০০ বলের ইনিংসটিও কম গুরুত্বপূর্ণ নয়। ডুমিনিকে নিয়ে রেকর্ডভাঙা জুটি গড়ার পথে বিশ্বকাপে ছক্কার নতুন রেকর্ড গড়েছেন কিলার মিলার। এর আগে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ আট ছক্কার রেকর্ড ছিল রিকি পন্টিং, ইমরান নাজির ও অ্যাডাম গিলক্রিস্টের। রোববার মিলারের নয় ছক্কায় ভেঙে গেছে সেই রেকর্ড।মিলারের সঙ্গে রেকর্ড যুগলবন্দিটা দারুণ উপভোগ্য ছিল বলেই জানালেন ডুমিনি, অনেক দিন পর সেঞ্চুরি পেলাম। তার চেয়েও আমাদের জুটিটা ছিল বেশি উপভোগ্য। মিলারের ইনিংসটা সত্যিই ব্যতিক্রমী। গ্যালারির সব প্রান্তেই বল পাঠিয়েছে সে। ধারণার চেয়ে উইকেট অনেক ধীরগতির ছিল, কিন্তু শেষদিকে উইকেট হাতে থাকায় সমানে ব্যাট চালিয়েছি আমরা। সলোমন মিরের করা ৪৮তম ওভারেই তিন চার ও তিন ছক্কায় ৩০ রান তুলে নেন মিলার! তাতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে ৬২ রানে। ওয়েবসাইট। - See more at:-www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings