শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

গণমাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করেছেন হাইকোট। আইনের দৃষ্টিতে পলাতক থাকায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সব ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি এই অন্তর্বর্তী আদেশ জারি করেন আদালত। বুধবার বিচারপতি ড. কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ একটি রিটের শুনানি গ্রহণ শেষে এই নির্দেশনা দেন।একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের রুল জারি করা হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিটটি দায়ের করেন।রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী আবদুল মতিন খসরু, সাহরা খাতুন ও সানজিদা খানম প্রমূখ।রিটে বিবাদী করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিভির মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান, একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক, কালের কণ্ঠের সম্পাদকসহ গণমাধ্যমকে।রিটে বলা হয়, ফেরারি তারেক রহমান সংবিধান লঙ্ঘন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা অপরাধমূলক কথা বলছেন। যা দণ্ডবিধি অনুসারেও অপরাধ। এর মাধ্যমে তিনি বাংলাদেশের ১৬ কোটি মানুষের অনুভূতিতে আঘাত দিচ্ছেন। এছাড়াও তার এই বক্তব্যের মাধ্যমে তিনি শান্তিভঙ্গ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন বলেও রিটে উল্লেখ করা হয়েছে। - www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings