শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

খালেদার দুর্নীতির দুই মামলার সাক্ষ্যগ্রহণের নির্দেশ

দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাতে খালেদা জিয়ার আবেদন নাকচ করে সাক্ষ্যগ্রহণ শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আজকের দিন সাক্ষ্যগ্রহণের হাজিরা থেকে এক আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়। তবে খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্যগ্রহণে সময়ের আবেদনের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করলে তা নাকচ করা হয়।বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদার অনুপস্থিতিতেই জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের শুনানিতে এই আদেশ দেন বিচারক।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ দুটি মামলার বিচার কাজ চলছে।বিচারক আবু আহমেদ জমাদার বুধবার সকালে এজলাসে আসার পর খালেদার পক্ষে সাক্ষ্য পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহসিন মিয়া।তারা বলেন, খালেদা জিয়াকে গত ৩ জানুয়ারি থেকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গেইটেও তালা দিয়ে রাখা হয়েছে। তাছাড়া তিনি অসুস্থ।এ কারণে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে আসা সম্ভব ছিল না উল্লেখ করে তারা সময় চান।  এ দুই মামলায় খালেদা জিয়ার প্রধান তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার বিষয়টি তুলে ধরে মাসুদ তালুকদার আদালতকে বলেন, তারা যাতে শুনানিতে আসতে না পারেন সেজন্যই সরকার তাদের মামলায় জড়িয়েছে।অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “খালেদা জিয়া ইচ্ছা করলেই আসতে পারতেন, তার আইনজীবীরা অজুহাত দিচ্ছেন।”শুনানি শেষে বিচারক সময়ের আবেদন নাকচ করে বুধবারের জন্য খালেদাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন এবং তার অনুপস্থিতিতেই সাক্ষ্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings