শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

সাভারে মৃত্যুর সঙ্গে লড়ছে অজ্ঞাত পরিচয় দগ্ধ শিশু

সাভারে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ এক শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে। তার নাম জাকির হোসেন (১৩)। নাম বলতে পারলেও মা-বাবা ও বাড়ির ঠিকানা বলতে পারছেনা সে। শিশুটিকে উদ্ধারকারী যুবক নয়ন বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাস থেকে ওই শিশুকে আগুনে পোড়া অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করি এবং সেখানে চলছে তার চিকিৎসা সেবা।’ ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী বাসে হামলায় আগুন লেগে শিশুটি মারাত্মকভাবে আহত হয়ে বাস থেকে বেরিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।ডা. পরামস্বর মাহত বলেন, আগুনে শিশুটির দেহের ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রতি দিন তার ওষুধের জন্য খরচ হচ্ছে দুই-তিন হাজার টাকা। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings