শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

নাশকতার হুকুমের আসামি হবেন খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে অভিযোগ করে তাকে (খালেদা) হুকুমের আসামি করে মামলা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসী ও নাশকতাকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ এবং তাদের ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোস্তাফিজুর রহমান চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্ন এবং এবি তাজুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাশকতা ও বোমাবাজির কাজে জড়িতরা মানুষ নয় মন্তব্য করে শেখ হাসিনা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর আগেই আইনশৃংখলা বাহিনীকে তথ্য সরবরাহ করে জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা করার আহ্বান জানান। জনগণের জানমাল রক্ষা সরকারের পবিত্র দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে। পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী নিয়োগ করে সন্ত্রাস ও নাশকতা দমনের চেষ্টা চলছে। সব অপরাধী তথা জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ভিত হয়ে বিএনপি-জামায়াত জোট নাশকতামূলক কাজ এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সাধারণ মানুষের কোনো সমর্থন না পেয়ে তারা আরও নাশকতামূলক কাজে জড়িয়ে পড়ছে। তারা বিবেকবর্জিতভাবে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করছে, কোথাও যাত্রীবাহী গাড়িতে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে।বিএনপি-জামায়াত জোটের পৈশাচিক হত্যাকাণ্ড ১৯৭১ সালের পাক সেনাবাহিনীর নৃশংসতাকেও হার মানিয়েছে অভিযোগ করে সংসদ নেতা বলেন, তারা আগুন দিয়ে নারী, শিশুসহ নিরীহ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করছে। সম্প্রতি একজন গর্ভবতী মহিলা তাদের নাশকতার শিকার হয়েছেন, তার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে এবং গর্ভের শিশুটিও মারা গেছে। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, এটা কোন রাজনীতি?এবি তাজুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৪ সালের মতো আবারও মানুষ হত্যায় মেতে উঠেছেন। যখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ঠিক তখনই হঠাৎ কোনো ইস্যু ছাড়াই মানুষ খুন করছে বিএনপি। বিএনপি নেত্রী তার ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে। তাই হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনাই যুক্তিযুক্ত। সংসদ নেতা বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। হুকুমের আসামি হিসেবে কী ব্যবস্থা নেয়া যায় তা খতিয়ে দেখবে আইনশৃংখলা বাহিনী। তারাই ব্যবস্থা নেবে।মীর মোস্তাক আহমেদ রবির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আহতদের সরকারিভাবে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। নিহতদের স্বজন ও আহতদের মধ্যে ৮৩ জনকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings