প্রশান্ত দিগল ও সুভাষিনীর বিরুদ্ধে নাবালিকাকে জোর করে আটকে রাখা, শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, মেয়েটির তরফে ডাকে অভিযোগ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিটিকেই এফআইআর হিসাবে গণ্য করা হচ্ছে।
তদন্তে
জানা গিয়েছে, গোলাক বেকার ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ বছর আগে গঞ্জম
জেলা থেকে নিয়ে এসেছিলেন তাকে। এর পর তাকে বাড়িতে আটকে রেখে গত দু বছর ধরে
যৌন নির্যাতন চালায়। গোলকের মা-বাবা তাকে বাড়িতে ঝি বানিয়ে রেখেছিল।
স্বেচ্ছাসেবী
সংস্থা চাইল্ডলাইন কোনওভাবে মেয়েটির সম্পর্কে জানতে পারলে ঘটনাটি
প্রকাশ্যে আসে। স্থানীয় পুলিশের সাহায্যে গত বছর ২৪ ডিসেম্বর মেয়েটিকে তারা
উদ্ধার করে। এরপর তারাই গাড়তি হোমে নিয়ে যায়। সেখান থেকেই পুলিশকে অভিযোগ
চিঠিটি লিখে পাঠায় মেয়েটি। মেয়েটি এবং ধৃতদের মেডিক্যাল পরীক্ষার জন্য
পাঠানো হয়েছে। খবর ওয়ান ইন্ডিয়া।