শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

দু’ম্যাচে হ্যাট্রিক করায় ম্যান ইউ সমর্থকেদর আহ্বান ‘কাম হোম রোনাল্ডো’


http://24banglapaper.blogspot.com/
স্পোর্টস ডেস্ক : লা লিগায় টানা দু’ম্যাচে হ্যাট্রিক ৷ এক স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ যেন নিজের সঙ্গে নিজের লড়াই সিআর সেভেনের ৷ তার দেশ পর্তুগাল কিংবা বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ তো বটেই, সারা বিশ্ব জুড়ে তার অসংখ্য ভক্তের প্রত্যাশার পারদ ক্রমশ উর্ধ্বমুখী৷
শনিবার ভিয়া রিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ফের বল পায়ে ম্যাজিক দেখাতে প্রস্তুত সিআর-সেভেন৷ তার আগে ফুটবল বিশ্বে আলোচনা, রিয়ালের সব রেকর্ড নাকি নিজের দখলে আনতে মরিয়া পর্তুগিজ উইঙ্গার৷ এমন ফুটবলারকে কে না দেখতে চায় নিজের দলের জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন৷ বিশেষ করে যে ক্লাব থেকে বিশ্ব ফুটবলের আঙিনায় তার মহা তারকা হয়ে ওঠা৷ হ্যাঁ, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকরা রোনাল্ডোকে ফের পাওয়ার জন্য ব্যাকুল৷ একঝাঁক রেড ডেভিলস সমর্থক তো দুই রিয়ালের ম্যাচ দেখতে ব্যানার হাতে মাঠে গলা ফাটাতেও প্রস্তুত৷

‘কাম ব্যাক রোনাল্ডো’ স্লোগানে তাদের প্রিয় তারকাকে আকুল আবেদন জানাবেন লন্ডনে ফেরার জন্য৷ বিশেষ করে ওল্ড ট্রাফোর্ডে ঐতিহ্যশালী ক্লাবটির এই দুঃসময়ে আবার লাল জার্সিতে রোনাল্ডোকে দেখতে চান ম্যান ইউ সমর্থকরা৷ শুধু সমর্থকরাই নন, ক্লাবের জার্সিতে ব্যালন ডি আরের মালিককে দেখতে চান দলের কোচ লুই ভন গালও৷– ওয়েবসাইট।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings