ক্রিকেটার রুবেল হোসেন কারাগারে
জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুবেল। ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রুবেল হোসেনকে কারাগারে প্রেরণের আদেশ দেন।গত ১৩ ডিসেম্বর ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মডেল ও চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।এরপর
১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন রুবেল। www.24banglanewspaper.com