শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ মামলা দায়ের করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে 'মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর তথ্যাদি প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির' অভিযোগ আনা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্ররণালয়ের অনুমতি নিয়েই এ মামলা করা হয়েছে উল্লেখ করে মাজহারুল ইসলাম জানান, পুলিশ এখন এ মামলার তদন্তকাজ শুরু করবে।এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করে তারেক রহমানের আইনজীবী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, তারা আইনী এবং রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করবেন।পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। ৫০ মিনিটের বক্তব্যের পুরোটাই সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। এতে বিচার বিভাগ, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নানা বিষয়ে তারেক রহমানের বক্তব্য ছিল উষ্কানিমূলক। এ অভিযোগে দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়।লন্ডন থেকে দেয়া তারেক রহমানের কিছু সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশে একুশে টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে এর পরপরই তার কার্যালয়ে থেকে নিরাপত্তা বাহিনী আটক করে, এবং এর পর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা আগেকার এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।এর একদিন আগেই বাংলাদেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারকে নির্দেশ দেয় আদালত।
www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings