শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

মৌলভীবাজারে ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, আহত ৭০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৭০ জনেরও বেশী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার শমসেরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল লাইনের ফিসপ্লেট খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দুর্ঘটনার পর থেকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।দুর্ঘটনার পর পর উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। অনেকেই এখনো পড়ে যাওয়া বগিতে আটকা পড়ে আছেন।কুলাউড়ার স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১১ বগির প্রত্যেকটিতে ৬০ জন করে প্রায় ৬৫০ এর বেশি যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল ট্রেনটি। পথে শমসেরনগর এলাকায় ফিসপ্লেট খোলা থাকায় ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত হয়।তিনি জানান, অবরোধের কারণে দুর্বৃত্তরা রেল লাইনে এই নাশকতা করে থাকতে পারে। দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।এদিকে ট্রেনের বগি উদ্ধারে আশুগঞ্জ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে বলেও জানান তিনি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা প্রায় ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings