ইউরোপের
বেশ কয়েকটি শীর্ষ ক্লাব তাকে নিজেদের তাঁবুতে নিয়ে আসার জন্য উঠেপড়ে
লেগেছিল। তাদের পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ নরওয়ের ১৬ বছরের টিনএজ সেনসেশন
মার্টিন ওয়েডেগার্ডকে স্ট্রয়েমসগডসেট থেকে ছিনিয়ে এনেছে। বৃহস্পতিবার এই
অমিত প্রতিভাবান ফুটবলারকে নেয়ার খবর নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
ওয়েডগোর্ডকে নেয়ার জন্য বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে বর্সেলোনা, লিভারপুল
এবং আয়াক্স আগ্রহ দেখিয়েছিল। তবে নরওয়ের ফুটবলের এই বিস্ময় সান্তিয়াগো
বার্নাব্যুতে নাম লেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেন। তাকে নেয়ার জন্য
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের খরচ করতে হচ্ছে ৪০ লাখ ইউরো।
রিয়াল
মাদ্রিদ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘মার্টিন ওয়েডেগার্ডের ট্রান্সফারের
জন্য রিয়াল মাদ্রিদ এবং স্ট্রয়েমসগডসেট ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে।’
বৃহস্পতিবারই শারীরিক পরীক্ষার পর মিডিয়ার সামনে তাকে হাজির করার কথা।
ধারণা করা হচ্ছে, ফরাসি লিজেন্ড জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ
বি-টিমে অভিষেকের মধ্য দিয়ে স্পেনে শুরু হবে তার ক্যারিয়ার।প্রায়
বছরখানেক আগে ওয়েডেগার্ড সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে নরওয়ে প্রিমিয়ার
লীগে গোল করার গৌরবের অধিকারী হন। বাঁ-পায়ের এই দুরন্ত খেলোয়াড় পাঁচটি গোল
করার পাশাপাশি ২৩ ম্যাচে সাতটি গোলে সহায়তা করেন। গত বছর আগস্টে ওয়েডেগার্ড
নরওয়ের লাল-নীল জার্সিতে প্রথম প্রীতি ম্যাচ খেলতে নামেন সংযুক্ত আরব
আমিরাতের বিপক্ষে। মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার, যা
নরওয়ে জাতীয় ফুটবল দলের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড। এএফপি। www.24banglanewspaper.com