শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫

অশ্লীল কথা বলতে পারি না তাই দুর্বল ভাবে


থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যেহেতু আমরা অশ্লীল কথা বলতে পারি না, মিথ্যা বলতে পারি না- তাই এটাকে তারা দুর্বলতা মনে করে। পূর্ব লন্ডনের এট্রিয়াম হলে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনের সভায় তিনি এ কথা বলেন। ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আগের দিন রোববার একই হলে যুক্তরাজ্য বিএনপি গণতন্ত্র হত্যা দিবস শীর্ষক সভার আয়োজন করে। সে সভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকরহমান। তারেক রহমানের নাম উল্লেখ না করে আওয়ামী লীগ আয়োজিত সভায় সৈয়দ আশরাফ বলেন, কালকে একজন লোক বক্তৃতা দিয়ে এ হল অপবিত্র করেছেন। তাই এ হলটিকে মিলাদ দিয়ে, জল দিয়ে পরিষ্কার করা প্রয়োজন ছিল। তিনি বলেন, অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করে। কিন্তু শালীনতার জন্য মুখ দিয়ে তা আসে না। সৈয়দ আশরাফ বলেন, আজকে খালেদা জিয়া গণতন্ত্রের মহারানী। কারে গণতন্ত্র শিখাতে চান তিনি? বারবার মিথ্যা কথা বললেই কি সত্য মিথ্যা হয়ে যাবে? আপনাদের এ দেশের মানুষ চিনে না? কীভাবে আপনার স্বামী ক্ষমতায় আসলেন? কীভাবে তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন? বারবার তিনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন- সেই ইতিহাস কি বাংলাদেশের মানুষ জানে না?জিয়াউর রহমান ও এইচএম এরশাদকে স্বৈরশাসক আখ্যা দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বৈরশাসকরাই আজকে আমাদের গণতন্ত্র শিখায়। আপনারা কি মনে করেন, সারা বাংলাদেশের মানুষ আহাম্মক?সৈয়দ আশরাফ আরও বলেন, শেখ হাসিনা রাতের অন্ধকারে বন্দুক নিয়ে সালাম দিয়ে ক্ষমতায় আসেননি। এটা খালেদা জিয়ার জামাই করেছেন, রওশন এরশাদের জামাই করেছেন।বঙ্গবন্ধুর পথ ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও বাক স্বাধীনতা কেড়ে নেননি বলে দাবি করেন তিনি। তিনি বলেন, পৃথিবীর খুব কম দেশই আছে, যেখানে বাংলাদেশের মতো এত বাক স্বাধীনতা আছে।সৈয়দ আশরাফ বলেন, আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান ও এরশাদের আমলসহ দীর্ঘ সামরিক শাসনের কারণে যে বদ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছিল, তা থেকে এখনও পুরোপুরি বের হয়ে আসা সম্ভব হয়নি। রাজনীতিবিদ, সাংবাদিক সবাই এখনও গণতন্ত্র শেখার পর্যায়ে রয়েছেন।যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সভায় সৈয়দ আশরাফ ছাড়াও আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings