বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া
হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এদিকে খালেদা
জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ফরিদপুর-৪
আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দশম সংসদের পঞ্চম
অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ
ওয়াকআউট করেন। পরে তিনি মাগরিবের নামাজের বিরতির পর আবার অধিবেশনে যোগ দেন।
প্রশ্ন উত্থাপন করতে গিয়ে নিক্সন বলেন, সারা দেশে যে সহিংসতা চলছে, এর
হুকুমদাতা হিসেবে খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা টিভিতে
দেখেছি খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই খালেদা
জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আমি এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট
করলাম। এর জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,
প্রশ্নকর্তা ঠিকই বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কথা বলেছেন।
আমাদের যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী আমরা এসব পর্যবেক্ষণ করছি। আইন অনুযায়ী
পদক্ষেপ নেয়া হবে। মাদারীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নুর-ই আলম
চৌধুরীর ছোট ভাই মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবারই প্রথম সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেনwww.24banglanewspaper.com