শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

'২০১৯ সালের আগে সংলাপের সম্ভাবনা দেখছি না'


২০১৯ সালের আগে আলোচনা নয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। ২০১৯ সালে নির্বাচন হবে। এর আগে সংলাপের সম্ভাবনা দেখছি না। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, তার ৯০ দিন আগে সংলাপ নিয়ে ভাবা যেতে পারে। এর আগে কোন আলোচনা নয়। সরকারের মেয়াদ মাত্র এক বছর গেছে। আরো ৪ বছর সময় আছে।বিএনপির আন্দোলন নিষ্ক্রিয় উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এখন আন্দোলন করে কোনো লাভ হবে না। ৭ দফা দিয়ে কিছুই হবে না। আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।বিএনপিকে আপাতত ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের আমি কোনো সম্ভাবনা দেখি না। এমন কোনো কারণ ঘটেনি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। এসময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, আপনারা সারা দেশে যান, দেখবেন তারা (বিএনপি) নিষ্ক্রিয়। তাদের (বিএনপি) কর্মসূচি পালিত হয় না। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings