আজ
৩৫ বছর পূর্ণ করে ৩৬-এ পা দিলেন টলিউডের সুপারস্টার জিৎ৷জন্মদিনটা তিনি
বরাবরই একান্তভাবে পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন৷যদিও এরকম একটি পেশার
সঙ্গে যুক্ত থাকার কারণে সবসময় নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু করার সুযোগ
পাওয়া যায় না৷www.24banglanewspaper.com
এছাড়াও যদি জন্মদিনের আগে পরে কাছাকাছি সময়ে ছবি মুক্তি থাকে তাহলে তো বেজায় চাপ৷তবে এ বছরে সেসব চিন্তা নেই৷মেয়ে হওয়ার পর বাবা হিসেবে এটাই তাঁর জন্মদিন যেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন৷
এদিন সকাল থেকেই জিতের টুইটার এবং ফেসবুক পেজে অভিনন্দন এবং শুভেচ্ছাবার্তায় ভেসে যায়৷অভিনেতা জিৎও অনুরাগীদের ভালোবাসা এবং শুভেচ্ছা অত্যন্ত আপ্লুত৷
এছাড়াও যদি জন্মদিনের আগে পরে কাছাকাছি সময়ে ছবি মুক্তি থাকে তাহলে তো বেজায় চাপ৷তবে এ বছরে সেসব চিন্তা নেই৷মেয়ে হওয়ার পর বাবা হিসেবে এটাই তাঁর জন্মদিন যেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন৷
এদিন সকাল থেকেই জিতের টুইটার এবং ফেসবুক পেজে অভিনন্দন এবং শুভেচ্ছাবার্তায় ভেসে যায়৷অভিনেতা জিৎও অনুরাগীদের ভালোবাসা এবং শুভেচ্ছা অত্যন্ত আপ্লুত৷