শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৮ জুন, ২০১৫

কেঁদে ফেলেন নেইমার

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে জুভেন্টাসকে হারাতে দলের তৃতীয় ও শেষ গোল করা নেইমার ম্যাচ শেষে সমালোচকদের জবাব দিয়েছেন। বার্সেলোনার ফরোয়ার্ড মনে করেন, এখন আর তাকে নিয়ে কেউ উল্টা-পাল্টা কিছু বলবে না। শনিবার রাতে বার্লিনে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে ট্রেবল জয়ের আনন্দে ভাসে বার্সেলোনা। ইভান রাকিটিচের গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। আলভারো মোরাতার গোলে দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনে জুভেন্টাস। লুইস সুয়ারেজের ৬৮ মিনিটের গোলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের শেষ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান নেইমার। ম্যাচ শেষে জয়ের আনন্দে কেঁদে ফেলেন ব্রাজিলের তারকা। তিনি জানান, চ্যাম্পিয়ন্স লীগের এই শিরোপা জয় তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। এরপর সমালোচকদের উদ্দেশ করে নেইমার বলেন, ‘এই গল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। এখন আমি মনে করি, আমাকে দোষারোপ করার আর কিছু নেই। আমাকে বলার মতো তাদের আর বেশি কিছু নেই।’ ম্যাচ শেষে অনুভূতি জানানোর ভাষাও হারিয়ে ফেলেছিলেন নেইমার। ‘আমি জানি না, কি বলা উচিত। এটা বিশেষ এক অনুভূতি। দলের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া অনেক কিছু’, বলেছেন তিনি।শেষ মুহূর্তে করা গোলটিতে যৌথভাবে এবারের চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান নেইমার। ১০ গোল নিয়ে তার সঙ্গে আছেন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিায়নো রোনাল্ডো। ওয়েবসাইট। - See more at: www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings