স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার বিকালে হয়ে গেল তাও। বিশ্বকাপের দলে জায়গা
হল না ভারতীয় দলের একসময়ের তারকাদের। বিশ্বকাপের প্রাথমিক স্কেয়াডে ৩০
জনের দলেও ঠাঁই হল না বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন
সিং ও জাহির খানের।
বৃহস্পতিবার মুম্বাইয়ে ২০১৫-র বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দল ঘোষণা করল
বোর্ডের নির্বাচন কমিটি। দলে রয়েছে এক ঝাঁক তরুণ মুখ। জায়গা হয়নি কোনও
সিনিয়র ক্রিকেটারের। গতবারের বিশ্বকাপের তারকারা প্রত্যাশিত ভাবেই
উপেক্ষিত। সূত্রের খবর, সম্ভাব্য ৩০ জনের দলে রয়েছেন পশ্চিমবাংলার চারজন
ক্রিকেটার। তারা হলেন মুহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা, মনোজ
তিওয়ারি।