শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০১৪

বিশ্বকাপে ভারতের দল ঘোষণা

বিশ্বকাপে ভারতের দল ঘোষণা 

www.24banglanewspaper.com

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার বিকালে হয়ে গেল তাও। বিশ্বকাপের দলে জায়গা হল না ভারতীয় দলের একসময়ের তারকাদের। বিশ্বকাপের প্রাথমিক স্কেয়াডে ৩০ জনের দলেও ঠাঁই হল না বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিং ও জাহির খানের।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ২০১৫-র বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দল ঘোষণা করল বোর্ডের নির্বাচন কমিটি। দলে রয়েছে এক ঝাঁক তরুণ মুখ। জায়গা হয়নি কোনও সিনিয়র ক্রিকেটারের। গতবারের বিশ্বকাপের তারকারা প্রত্যাশিত ভাবেই উপেক্ষিত। সূত্রের খবর, সম্ভাব্য ৩০ জনের দলে রয়েছেন পশ্চিমবাংলার চারজন ক্রিকেটার। তারা হলেন মুহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি।

বিশ্বকাপের ৩০ জনের দলটি হল, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, রবিন উত্থাপা, বিরাট কোহলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেদার যাদব, মনোজ তিওয়ারি, মনীশ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সঞ্জু সামসন, রবিচন্দ্রন অশ্বিন, পারভেজ রাসুল, কর্ণ শর্মা, অমিত মিশ্র, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, ভূবনেশ্বর কুমার, মহম্মদ শামি, উমেশ যাদব, বরুণ আরোঁ, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অশোক দিন্দা, কুলদীপ যাদব ও মুরলী বিজয়। ইন্ডিয়া টাইমস www.24banglanewspaper.com

 

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings