www.24banglanewspaper.com
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, কোন শক্তিই শেখ হাসিনাকে ১ সেকেন্ড আগে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই বিদেশী প্রভুদের কাছে ধরণা না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। তা না হলে নির্বাচনের দ্বিতীয় নৌকাও আপনি মিস করবেন। শনিবার বিকালে খুলনার সার্কিট হাউজ ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। তিনি বলেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিশা দেশাই খালেদার সাথে বৈঠকের সময় খালেদাকে শিশু মনে হয়েছে। দেশাই নাকি খালেদাকে ক্ষমতায় এনে দেবে। মজিনা নানাভাবে চষ্টো করেছে নির্বাচন বন্ধ করতে। শেখ হাসিনার ক্ষমতায় যাওয়া আটকাতে। কিন্তু পারে নাই। কোন কাজের মেয়ে মজিনা ক্ষমতার রদবদল করতে পারে- এমন দেশ আর বাংলাদেশ নেই। তিনি আরো বলেন, খালেদার ভাবটা এমনই যে দেশাই ক্ষমতা খালেদার হাতে তুলে দেবেন। মোদি ক্ষমতায় আসার পর খালেদা ভেবেছিলেন যে এবার তার চিন্তা সফল হবে। কিন্তু মনমোহনের চেয়ে যে মোদি আওয়ামী লীগের পক্ষে আরও কঠোর অবস্থানে সে বিষয়টি তিনি জানতেন ন এদিকে মহানগর সম্মেলনে তালুকদার আব্দুল খালেককে পুনরায় সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, কোন শক্তিই শেখ হাসিনাকে ১ সেকেন্ড আগে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই বিদেশী প্রভুদের কাছে ধরণা না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। তা না হলে নির্বাচনের দ্বিতীয় নৌকাও আপনি মিস করবেন। শনিবার বিকালে খুলনার সার্কিট হাউজ ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। তিনি বলেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিশা দেশাই খালেদার সাথে বৈঠকের সময় খালেদাকে শিশু মনে হয়েছে। দেশাই নাকি খালেদাকে ক্ষমতায় এনে দেবে। মজিনা নানাভাবে চষ্টো করেছে নির্বাচন বন্ধ করতে। শেখ হাসিনার ক্ষমতায় যাওয়া আটকাতে। কিন্তু পারে নাই। কোন কাজের মেয়ে মজিনা ক্ষমতার রদবদল করতে পারে- এমন দেশ আর বাংলাদেশ নেই। তিনি আরো বলেন, খালেদার ভাবটা এমনই যে দেশাই ক্ষমতা খালেদার হাতে তুলে দেবেন। মোদি ক্ষমতায় আসার পর খালেদা ভেবেছিলেন যে এবার তার চিন্তা সফল হবে। কিন্তু মনমোহনের চেয়ে যে মোদি আওয়ামী লীগের পক্ষে আরও কঠোর অবস্থানে সে বিষয়টি তিনি জানতেন ন এদিকে মহানগর সম্মেলনে তালুকদার আব্দুল খালেককে পুনরায় সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।