শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

সোমবার, ৮ জুন, ২০১৫

৩১ জুলাই মধ্যরাত থেকে ছিটমহল বিনিময় শুরু

আগামী ৩১ জুলাই মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় শুরু হতে যাচ্ছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরে চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের দুদিনের মধ্যে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছিটমহল বিনিময়ের পূর্বে দুদেশের কর্মকর্তারা ছিটমহল পরিদর্শনে যাবেন। স্থল সীমান্ত নিয়ে দুই দেশের দীর্ঘ দিনের সমস্যার সমাধানের পর এই প্রক্রিয়া সম্পন্ন হলে অর্ধলক্ষ মানুষের মুক্তির পথ খুলবে।উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুদেশের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের বিবদমান ছিটমহলবাসীর দু:সহ যন্ত্রণার অবসান হয়েছে।সীমান্ত চুক্তি কার্যকরের বাধা দূর হওয়ায় দুই দেশের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা বন্দিদশা থেকে মুক্তি পাবেন।বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে, এতে রয়েছে ৩৭ হাজার মানুষের বাস করেন। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দা ১৪ হাজার। ২০১১ সালে দুই দেশের যৌথ উদ্যোগে শুমারিতে এই তথ্য পাওয়া যায়।ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন মোট ৭ হাজার ১১০ একর; অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ একর।সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ৫১টি ছিটমহল (৭১১০ একর জমি) ভারতের অংশ হয়ে যাবে। আর ভারতের ১১১টি ছিটমহল (১৭,১৬০ একর জমি) বাংলাদেশের অংশ হয়ে যাবে।ছিটমহলগুলো বিনিময়ের পর এসব স্থানের অধিবাসীরা স্ব স্ব দেশের নাগরিকত্বসহ ভোটাধিকারের পাশাপাশি সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করবেন। - See more at:www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings