আমলা-ডুপ্লেসিস জুটিতে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা
বিশ্বকাপে
ক্যানবেরার ম্যানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে আমলা-ডুপ্লেসিস জুটিতে
বড় সংগ্রহের পথে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা। অবশ্য শুরুতে উইকেট হারায় দক্ষিণ
প্রোটিয়ারা। ২.৩ ওভারে দলীয় ১২ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে
আয়ায়রল্যান্ডের পেসার জন মোনির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন
উদ্বোধনী ব্যাটসম্যান ডি কুক। তবে আমলা ও প্লেসিসের সাবধানী ব্যাটে ভালো
জুটি গড়ার দিকে এগুচ্ছেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬০ রান। হাসিম আমলা ৮৫ও ডুপ্লেসিস ৬৭ রানে ব্যাট করছেন।আগের
তিন ম্যাচের দুটিতে জেতা দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই।
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটি পরের ম্যাচে হেরে যায়
ভারতের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয় নিয়ে ঘুরে দাঁড়ায় বিশ্বকাপের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে জেতে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমিরাতের বিপক্ষে জয় পায় তারা।আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। পেসার আলেক্স কুসাকের জায়গায় দলে ফিরেছেন স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিন। - See more at:-www.24banglanewspaper.com