পাকিস্তানের বিপক্ষে কোহলির নতুন রেকর্ড
ভারত
ও পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা ছড়ানো এক স্নায়ুযুদ্ধ। আর উপমহাদেশের এই
দুদলের সমর্থকদের মধ্যে থাকে আলাদা উত্তেজনা। এবার সে উত্তেজনায় একমাত্র
খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি হাকিয়ে নতুন রেকর্ড গড়ে ভারতকে এগিয়ে নিলেন ভিরাট
কোহলি।
বিশ্বকাপে
দু দলের মধ্যেকার রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় এযাবত ৬বার মুখোমুখি
হয়ে কোন জয়ই পায়নি পাকিস্তান। আর পাকিস্তানের বিপক্ষে টানা ৬বার ম্যাচ
জিতলেও কোন ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না।রোববার দুর্দান্ত ব্যাট
করে সে বদনাম ঘুচিয়ে দিয়ে অ্যাডিলেড ওভালে পূরণ করতে সক্ষম হলেন কোহলি।২০০৩ বিশ্বকাপে এই আক্ষেপ প্রায় ঘুঁচিয়ে ফেলেছিলেন শচীন টেন্ডুলকার।সেবার ৯৮ রানেই নাভার্স নাইনটিজের শিকার হন তিনি।এবার
শুধু দলের পক্ষেই নয় কোন ভারতীয় হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম
সেঞ্চুরি করে আরেকটি রেকর্ড ঝুলিতে ভরে ইতিহাসে জায়গা করে নিলেন কোহলি। ১২৬ বলে ১০৭ রানের ক্লাসিক ইনিংসটি খেলতে বেশ হিসেব করে ব্যাটিং করেছেন। এটি তার ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।১০৭
রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। - See more at:- www.24banglanewspaper.com