একসঙ্গে রিয়াজ-নাদিয়া আফরিন
অভিনেত্রী
মুনিরা ইউসুফ মেমী প্রথমবারের মতো ছোটপর্দার জন্য নির্মাণ করেছেন
টেলিফিল্ম ‘লাইফ ইজ বিউটিফুল’। এতে চিত্রনায়ক রিয়াজ সাইকিয়াটিস্টের ভূমিকায়
অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন লাক্স-তারকা নাদিয়া আফরিন। এতে
অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘চমৎকার একটি গল্প। মেমী আপার সঙ্গে
বহু বছর আগে থেকেই আমার খুব ভালো সম্পর্ক। ছোটপর্দায় এটা তার প্রথম কাজ
হলেও তিনি তার মেধা দিয়ে খুব চমৎকারভাবে কাজটি বের করে নিয়েছেন।’ নাদিয়া
বলেন, ‘রিয়াজ ভাইয়ার সঙ্গে অভিনয় করাটা আমার স্বপ্ন ছিল। চলচ্চিত্রের
পর্দায় যখন তাকে দেখতাম তখনই বিভোর থাকতাম। এ টেলিফিল্মের মাধ্যমে আমি অনেক
কিছু শিখেছি তার কাছ থেকে। পাশাপাশি মেমী আপুও অনেক সহযোগিতা করেছেন।’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত টেলিফিল্মটি আজ দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল
আইতে প্রচার হবে। - See more at:www.24banglanewspaper.com