সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত
সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘দারোগা বাহিনী’র দুই সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মরা পশুর ফরেস্ট ক্যাম্পের পূর্ব পাশের সীমানার খাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান জানান, সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টার এ ‘বন্দুকযুদ্ধে’ ‘দারোগা বাহিনী’ নামে পরিচিত দস্যু দলের বর্তমান প্রধান সগীর হাওলাদার ও অন্য একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।এর আগে গত ১১ নভেম্বর সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ওই বাহিনীর প্রধান এনামুল হাওলাদার নিহত হন। গত ৫ অক্টোবর সুন্দরবনের পূর্ব বিভাগের মৃগমারী খাল এলাকায় পুলিশের সঙ্গে দুই দফা ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের ১৩ সদস্য নিহত হন। www.24banglanewspaper.com